Breaking News
election-newsasia24(1)

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন

নিউজ এশিয়া২৪: ডেস্ক যুক্তরাজ্যকে নির্বাচন কমিশন জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে তারা বদ্ধ পরিকর।

আজ রবিবার (২৭ আগস্ট) যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এ কথা জানান। তিনি জানান, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাজ্য। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

কাজী হাবিবুল আউয়াল বলেন, উনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। উনি অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। আমরাও আমাদের তরফ থেকে তা জানাতে পেরেছি।

আরও পড়ন: সাক্ষী মুলতবি করার আবদন খালেদা জিয়ার

গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, পর্যবেক্ষকদের বিষয়ে আলোচনা হয়েছে। র বলেছি— আমরা ট্রান্সপারেন্সিতে খুব জোর দিয়ে থাকব। অবজারভার ও গণমাধ্যমের কাছ থেকে বস্তুনিষ্ঠ সহায়তা কামনা করব।

আর উনি আশা করেছেন— নির্বাচন যেন পার্টিসিপেন্ড ও ক্রেডিবিলিটি হয়। আমরা বলেছি- নির্বাচন অবাধ করতে পোলিং এজেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

Check Also

rokonnujjaman-newsasia24

পলাতক আসামি রোকনুজ্জামান গ্রেপ্তার

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  পুলিশের  এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করেছেন মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *