Breaking News
australia-air-crash-newsasia24

মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত; আহত-২০

নিউজ এশিয়া ২৪ ডেস্ক: একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ২০ জন মেরিন সেনা ছিল। ইতোমধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৭ আগস্ট) সকালে অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে টিল্ট-রোটার বিমানটি বিধ্বস্ত হয়।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলভিল দ্বীপের কাছে অসপ্রে ভি-২২ মডেলের ওই সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাটি ঘটার পর পরেই উদ্ধার অভিযান শুরু হয়, যা এখনও চলমান রয়েছে।।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বার্ষিক প্রিডেটর রান মহড়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে ।

এদিকে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) জানিয়েছেন, এ দুর্ঘটনায় কোনো অস্ট্রেলিয়ান সেনা সদস্য ছিল না।

আরও পড়ুন:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাজা ঘোষণাকারী বিচারককে ওএসডি

এক বিবৃতিতে তারা বলেছে, ‘এ ঘটনায় এখনবধি নিহতের খবর পাওয়া যায়নি। তবে উদ্ধার হওয়া একজনের অবস্থা গুরুতর এবং দুইজনের অবস্থা স্থিতিশীল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘দুঃখজনক’ ঘটনা বলে অভিহিত করেছেন৷

Check Also

rokonnujjaman-newsasia24

পলাতক আসামি রোকনুজ্জামান গ্রেপ্তার

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  পুলিশের  এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করেছেন মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *