Breaking News
ko-sai-jo-mianmar-journalist-newsasia24
কো সাই জ্য থাই

সাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এক সাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমার আদালত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত মে মাসের শেষের দিকে রাখাইনে আঘাত হানা ঘূর্ণিঝড় মোচার ক্ষয়ক্ষতি নিয়ে খবর প্রকাশ করায় কো সাই জ্য থাইকে নামের ওই আলোকচিত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতায় আসার পর দেশটিতে প্রথম কোনও গণমাধ্যমকর্মীকে এত দীর্ঘমেয়াদী সাজা দেওয়া হলো।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাওয়ে আলোকচিত্রী হিসেবে কাজ করেন সাই জ্য থাই। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সামরিক পরিষদ কো সাই জ্য থাইকে ৬ সেপ্টেম্বর ইনসিন কারাগারের ভেতরে পরিচালিত আদালতে আইনজীবী নিয়োগ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই সাজা দিয়েছে।’

তবে আলোকচিত্রী কো সাই জ্য থাইয়ের বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্ট নয়। প্রাথমিকভাবে তাকে চারটি ভিন্ন আইনের অধীনে আইনি পদক্ষেপের মুখোমুখি করা হয়। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং মিয়ানমার দণ্ডবিধির ৫০৫-এ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এই বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক মুখপাত্রের সাথে যোগাযোগ করলেও কোনও সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।

Check Also

kader-newsasia24

৪৮ ঘণ্টার আলটিমেটাম কই?

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে জিজ্ঞেস করতে চাই- ৪৮ ঘণ্টার আলটিমেটাম কই? আলটিমেটাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *