শিরোনাম

সর্বশেষ সংবাদ

ইয়েমেনের জন্য সুখবর; ইয়েমেন শান্তি পরিকল্পনা স্বাক্ষর জানুয়ারিতে

জাহিদ হাসান, সৌদি থেকে: জানুয়ারির শুরুতে মক্কায় ইয়েমেনি শান্তি রোডম্যাপে স্বাক্ষর করা হবে। ইয়েমেনের একটি কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, জাতিসংঘের সাথে সৌদি আরব এবং ওমানের নির্ধারিত তারিখে এই চুক্তি স্বাক্ষরের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। মক্কায় এটি অনুষ্ঠিত আগামী জানুয়ারির শুরুতে হবে।

সূত্রটি আরও জানা গেছে, ইয়েমেনের সমস্ত সরকারি কর্মচারীদের এক বছরের বেতন দেবে সৌদি আরব। সেই সাথে দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য ইয়েমেনি তেল ও গ্যাস রপ্তানি পুনরায় শুরু করা হবে।

ইয়েমেনের জন্য জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, ইয়েমেনে যুদ্ধরত পক্ষ উভয়ই যুদ্ধবিরতির দিকে পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: 

হ্যান্স গ্রুন্ডবার্গ তার কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলেছেন, তিনি “দেশব্যাপী যুদ্ধবিরতি বাস্তবায়ন, ইয়েমেনে জীবনযাত্রার উন্নতি এবং জাতিসংঘের অধীনে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার পদক্ষেপকে স্বাগত জানান।

google-news-channel-newsasia24

বড়দিন পালনে সতর্ক করেছেন নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বড়দিন পালনে সতর্ক করেছেন নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী আর্নস্ট কুইপারস। নেদারল্যান্ডসে করোনভাইরাস উপসর্গ থাকলে বড়দিনের অনুষ্ঠানে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২২ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের দেশে করোনভাইরাস কণার এত বেশি অনুপাত কখনও ছিল না। কয়েক লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। আপনার কাছের কোন ব্যাক্তির করোনা থাকার সম্ভাবনা রয়েছে।”

নেদারল্যান্ডসের করোনাভাইরাসের পরিসংখ্যান থেকে দেখা যায়, হাসপাতালের নার্সিং ওয়ার্ডে কোভিড রোগীর সংখ্যা ক্রমে্ই বেড়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিবিড় পরিচর্যা ইউনিটে কোভিড রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে।

নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী আর্নস্ট কুইপারস বলেন, বড়দিনের উৎসবের সময় করোনা বড় একটি ঝুঁকি।

আরও পড়ুন: 

তিনি আরও বলেন, আপনার যদি উপসর্গ থাকে তবে সতর্ক থাকুন এবং ক্রিসমাস ডিনারে যোগ দিতে বিরত থাকুন। আপনার করোনভাইরাস থেকে অন্য লোকেদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

কুইপার্স বলেন, ভাইরাসটির সঙ্গে মৌসুমী সম্পর্ক রয়েছে। “গ্রীষ্মে করোনারসংখ্যা খুব কম ছিল। কিন্তু শীতে সে সংখ্যা আবার বাড়তে পারে।

google-news-channel-newsasia24

ফলো করুন

মোটরসাইকেল চুরি ঠেকানোর উপায় বললেন ‘চোরদের গুরু’

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তালিকায় ‘শীর্ষ’ মোটরসাইকেল চোর আবুল কালাম আজাদ ।

১৩ বছরে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল চুরি করেছেন। ধরা পড়েছেন অন্তত ৪৫ বার। তাঁর বিরুদ্ধে ৫৩টি মামলার তথ্য পাওয়া গেছে।

thife-master-abul-kalam-ajad-newsasia24

চুরি ঠেকাতে চালকের কী ধরনের নিরাপত্তা নেওয়া উচিত, এ বিষয়ে ‘চোরের গুরু’ আবুল কালাম আজাদ তিন ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা বললেন।

আবুল কালাম আজাদের প্রথম পরামর্শ হচ্ছে, মোটরসাইকেলে অ্যালার্ম লাগানো যেতে পারে। এতে করে কেউ মোটরসাইকেল স্পর্শ করলেই অ্যালার্ম বেজে উঠবে। কোনো মোটরসাইকেলে অ্যালার্ম বাজলে ধরা পড়ার ভয়ে চোর সেটি চুরি করতে আগ্রহী হয় না।

আরও পড়ুন>>মাগুরায় হঠাৎ কোটিপতি ইন্দ্রজিতের দখলদারিত্বে অতিষ্ঠ এলাকাবাসী

দ্বিতীয়ত, জিপিএস ট্র্যাকার লাগানো যেতে পারে। এর মাধ্যমে খুব সহজে মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করা সম্ভব।

আর তৃতীয়ত, উন্নত মানের ‘ডিস্ক লক’ ব্যবহার করা হলে সেটি ভাঙতে অনেক সময় লাগে। এ ধরনের তালা লাগানো থাকলে চোর ঝুঁকি নিতে চায় না।

আবুল কালাম আজাদ সর্বশেষ গত মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন। এর আগে গত ৫ অক্টোবর তিনি জামিনে মুক্ত হয়েছিলেন।

সর্বশেষ গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব তথ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন>>যাত্রী বেশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ডিবি কর্মকর্তারা জানান, আবুল কালাম আজাদ বলেছেন, অনেকে মোটরসাইকেলের ‘হ্যান্ডল লক’ করে মোটরসাইকেল রেখে চলে যান। এটি মোটেও নিরাপদ নয়।

কারণ, এই লক ভেঙে মোটরসাইকেল চুরি করতে ৩০ থেকে ৬০ সেকেন্ড সময় লাগে। আবার অনেকেই ‘ঢালাই তালা’ ব্যবহার করেন। এই তালা ভেঙে মোটরসাইকেল চুরি করতে দেড় মিনিটের মতো লাগে।

google news newsasia24

যুদ্ধ বিরতির পর আবারও গাজায় হামলা, নিহত: ‍১৭৮

নিউজ এশিয়া২৪ ডেস্ক: যুদ্ধ বিরতির পর ইসরায়েলির হামলায় গাজায় প্রথম দিনে নিহত হয়েছেন মোট ১৭৮ জন ফিলিস্তিনি।

৬দিন যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল ও বিমান বাহিনী অভিযান শুরুর প্রথম দিনে সেখানে নিহত হয়েছেন মোট ১৭৮ জন ফিলিস্তিনি । উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন এএফপি।

israil-filistini-yodh-gap-hamla-die-176-newsasia24

গত দেড় মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর জিম্মি-বন্দি বিনিময় এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ২৫ নভেম্বর সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করে হামাস।

সেই বিরতি শেষ হয় শুক্রবার ভোরে উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থলবাহিনীর অভিযান শুরুর মধ্যে দিয়ে।শুক্রবার ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর হিলোটের বাসিন্দারা সাইরেনের শব্দে জেগে ওঠেন।

আরও পড়ুন>>পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি

আইডিএফ জানায়, গাজা থেকে রকেট ছোড়া হয়েছিল এবং ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই রকেট আঘাত হানার আগেই তা ধ্বংস করে ফেলা হয়েছে।

এই ঘটনার পর পরই এক তাৎক্ষণিক বিবৃতিতে গাজায় ফের অভিযান শুরুর ঘোষণা দেন আইডিএফ।

গাজার হামাস নেতৃত্বাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকার অন্তত ১০০টি স্থানে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি বিমানবাহিনী।

আরও পড়ুন>>টুইটারে হোমসের মাথায় গুলি করার ভিডিও ভাইরাল

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

আরও পড়ুন>>১০০ বছরে মারা গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারেরও বেশি।

google news newsasia24

বড় ধরনের আঘাত আনতে পারে মিধিল

নিজস্ব প্রতিবেদক: নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’এ রুপ নিয়েছে। ফলে বড় ধরনের আঘাত আনতে পারে মিধিল। এর প্রভাবে মোংলা বন্দর ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। অপরদিকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৬ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

weather-news-newsasia24

দেশের রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় ঝোরো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছ্। সমুদ্রপৃষ্ঠ থেকে ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে মিধিল।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এর অগ্রভাগ আজ দুপুরের মধ্যেই উপকূল অতিক্রম করবে। সেই সাথে সন্ধ্যার মধ্যে মিধিলের কেন্দ্র বা মূল অংশ অতিক্রম করতে পারে।

আরও পড়ুন:

গতকাল রাত থেকেই উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা লক্ষীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং কাছের দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল।
সাগরে থাকা সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

খোকসায় দেশীয় অস্ত্রসহ আটক ১

নাজমুল হাসান: কুষ্টিয়ার খোকসায় দেশীয় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে থানা পুলিশ । শনিবার রাত ১০ টার দিকে ওসমানপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ রবিবার (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটক ব্যক্তি ওসমানপুর ইউনিয়ন এর দেবিনগর গ্রামের হায়দার মেম্বারের ছেলে মো. ইদ্রিস (৩০)।

জানা যায়, আগ্নেয় অস্ত্র সহ মারামারির উদ্দেশ্যে কিছু লোক সংঘবদ্ধ হবার সংবাদ পেয়ে খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ, এএসআই সোহেল রানা, এএসআই মো. মুশফিকুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছান। এসময় সবাই পালিয়ে গেলেও পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

khoksa-arrest-newsasia24 2

আরও পড়ুন: 

ওসি মোস্তফা হাবিবুল্লাহ নিউজ এশিয়া২৪ কে জানান, শনিবার রাতে ওসমানপুর থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামি ইদ্রিসকে আটক করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়তে পারেন:>>

ইসরাইলের স্থল অভিযান

নিউজ  এশিয়া২৪ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরাইলরা স্থল অভিযান চালাচ্ছে।

ফিলিস্তিনের গাজায় ঢুকেছে ইসরাইলের অসংখ্য ট্যাংক।

শুক্রবার রাতে গাজায় টানা কয়েক ঘণ্টা বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই সময় ট্যাংকসহ গাজার ভেতর প্রবেশ করে ইসরাইলি সেনারা।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি শনিবার জানিয়েছেন, তাদের সেনারা ট্যাংকসহ গাজার ভেতর অবস্থান নিয়েছে এবং তারা ‘দুর্বল শত্রুর’ মোকাবিলা করছে।

gaja-war-newsasia34

তিনি আরও জানান, গাজার ভেতর যাওয়া সেনাদের কোনো সদস্য এখন পর্যন্ত হতাহতের শিকার হননি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েকদিন ধরেই গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি দিয়েছিল ইসরাইলরা তা শুরু করেছে।

বিবিসি জানিয়েছে, ইসরাইলের ট্যাংক গাজার ভেতর অবস্থান করছে সেটির প্রমাণ দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরাইলি বাহিনীর কয়েক ডজন ট্যাংক গাজার ভেতরে প্রবেশ করেছে। ট্যাংকের সঙ্গে সঙ্গে অন্যান্য সাঁজোয়া যানও রয়েছে।

আরও পড়ুন:

 

তবে বিবিসি জানিয়েছে, এ ভিডিওটি গাজার কোথায় ধারণ করা হয়েছে; সেটি এখন নিশ্চিত করা যায়নি।

আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, শুক্রবারে ইসরাইলি বাহিনী বেইত লাহিয়া, বেইত হানুন এবং জেইতুর্নে সবচেয়ে বেশি বোমা হামলা চালিয়েছে।

আর এ হামলার তীব্রতা এত বেশি ছিল যে, এর আগে কখনো এমন বোমা হামলা হতে দেখেননি কেউ।

গতকাল রাতের বোমা হামলার পর এখনো সেখানকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার রাতের হামলায় গাজার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফলে নতুন হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কেউ কোনো কিছু বুঝতে পাচ্ছেন না।

৩ জাতের বেদানা চাষে স্বাবলম্বী রাজশাহীর অন্ত

নিউজ এশিয়া২৪  ডেস্ক: ৩ জাতের বেদানা চাষ করে স্বাবলম্বী হয়েছেন, রাজশাহী সদরের ডিংগাডোবা এলাকার, আলিগঞ্জের মো: সারফোরাজ জোবায়েদ অন্ত।

বিস্তারিত ভিডিওতে……….

https://www.youtube.com/watch?v=Gqm7jln390c

 

আরও দেখতে পারেন..
চার হাজার টন ওজনের ছয় হাজার বোমা মেরেছে ইসরায়েল !

 

বোনের বাড়িতে ভাইয়ের মৃত্যু

ফেসবুক: www.facebook.com/bdnewsasia24

বাংলাদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প

নিউজ এশিয়২৪ ডেস্ক: বাংলাদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

আজ সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিনের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের গোয়ালপাড়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান নিউজ এশিয়া২৪কে জানান, ভারতের আসাম থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এটা ঢাকার আগারগাঁও থেকে ২৩৬ কিলোমিটার উত্তরে। এর মাদ্রা ছিল ৫.২।

এই ভূমিকম্প যেসব জেলায় অনুভূত হয়েছে

আরও পড়ুন: আফ্রিকার মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে ৬৩২ নিহত

ঢাকা, রাজশাহী, জামালপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, শেরপুর, সাভার, গাজীপুর, পঞ্চগড়, কক্সবাজার, লালমনিরহাট, হবিগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, গাইবান্ধা, রাজশাহী, জামালপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, শেরপুর, সাভার, গাজীপুর, পঞ্চগড়, কক্সবাজার, লালমনিরহাট, হবিগঞ্জ, নাটোর ও কুড়িগ্রাম।

আরও পড়ুন: পলাতক আসামি রোকনুজ্জামান গ্রেপ্তার

এর আগে বাংলাদেশে সর্বশেষ ১৭ সেপ্টেম্বর টাঙ্গাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার নিচে।

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ৪

শিশুদের ওমরাহ পালনে সৌদির নির্দেশনা জারি

পলাতক আসামি রোকনুজ্জামান গ্রেপ্তার

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  পুলিশের  এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করেছেন মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খান রোকনুজ্জামানকে।

র‌্যাব-২ এর একটি দল শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করে ।

রোববার (১ অক্টোবর) দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে যুদ্ধাপরাধী খান রোকনুজ্জামান সাতক্ষীরা এলাকায় মুক্তিকামী মানুষের ওপর নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা-গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী কাজ করে।

আরও পড়ুন:হঠাৎ ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কী কারণে?

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের সঙ্গে নিয়ে তিনি সাতক্ষীরা জেলায় পাঁচ ব্যক্তিকে গলা কেটে ও একজনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা, দুই জনকে ধর্ষণ ও ১৪ জনকে আটক করে নির্যাতনের মতো অপরাধে জড়িত ছিলেন।

এ ঘটনায় ২০১৫ সালে সাতক্ষীরায় রোকনুজ্জামানের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, ধর্ষণ, হত্যা-গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী কাজে জড়িত থাকার অপরাধে একটি মামলা হয়।

পরে আদালত মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যক্রম ২০১৫ সালের ৭ আগস্ট থেকে শুরু করে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খান রোকনুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করে।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২২ সালের মার্চ মাসে রোকনুজ্জামানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন:ডাম্প ট্রাক কিনবে ডিএসসিসি