শিরোনাম

সর্বশেষ সংবাদ

এবার সোনার দাম কমলো

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এম এ হান্নান আজাদ জানান, ২২ ক্যারটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ৯৮ হাজার ২১১ টাকা (প্রতি ভরি)। এতদিন যা ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। রোববার ( ১ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।অনেক দিন পর লাখের নিচে নেমেছে সোনার দাম।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৯৮ হাজার ২১১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৬ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: হঠাৎ ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কী কারণে?

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

আজকে পর্যন্ত ওই দাম অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় ৯৯ হাজার ৯৬০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৪১২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৮১ হাজার ৭৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৮ হাজার ১১৮ টাকায় বিক্রি হয়েছে।

ডাম্প ট্রাক কিনবে ডিএসসিসি

১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ডাল

 

আগামী বছর বড় হামলার পরিকল্পনা ছিল তাদের

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আরও একটি নতুনজঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী) নামে। গত কয়েক মাস যাবৎ তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। আগামী বছর বড় ধরনের হামলার পরিকল্পনাও করেছিল।

এ সব তথ্য জানা গেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট হেড কোয়ার্টার থেকে। অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) সংগঠনটির শীর্ষ নেতা মো.জুয়েল মোল্লাসহ (২৯) তিনজনকে গ্রেপ্তার করে।

বাকি দু’জন হলেন— মো.রাহুল হোসেন (২১) ও মো. গাজিউল ইসলাম (৪০)।

আজ (শনিবার) দুপুর ১২টায় এসব তথ্য জানান এটিইউয়ের ডিআইজি (অপারেশন্স) মোহা. আলীম মাহমুদ।

রাজধানীর বারিধারায় অ্যান্টি টেরোরিজম ইউনিট হেড কোয়ার্টারের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এটিইউয়ের ডিআইজি (অপারেশন্স) মোহা. আলীম মাহমুদ।

তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর থেকে অভিযান পরিচালনা করে জুয়েলকে বাগেরহাট থেকে, জয়পুরহাট থেকে রাহুলকে ও রাজধানীর ভাসানটেক এলাকা থেকে গাজীউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে জুয়েল এই সংগঠনের প্রধান। বাকি দুই জন শীর্ষ পর্যায়ের নেতা। সংগঠনটি ২-৩ মাস তাদের কার্যক্রম শুরু করেছে। তাদের পরিকল্পনা ছিল ২০২৪ সালে দেশে বড় ধরনের জঙ্গি হামলা করা।

তিনি আরও বলেন, আমরা গত কয়েক মাস ধরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে খবর পাচ্ছিলাম কিছু উগ্রবাদী মানুষ একত্রিত হচ্ছে। যারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিশ্বাস করে না।

গণতান্ত্রিক ব্যবস্থাকে বানচাল করে উগ্রবাদী ব্যবস্থা কায়েমের জন্য তারা একত্রিত হচ্ছিল।

গ্রেপ্তাররা সবাই আগে কোনো না কোনো জঙ্গি সংগঠনের সদস্য ছিল। কিন্তু তারা নতুন লক্ষ্য নিয়ে এক ব্যানারে সবাই নতুন করে একত্রিত হচ্ছিল।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ও পোস্টের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ করে আসছিল।

এই দলের প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা হলেন জুয়েল। আমরা প্রথমে জুয়েলকে বাগেরহাটের রামপাল থেকে গ্রেপ্তার করি। পরে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বাকি দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়।

তাদের গ্রেপ্তারের সময় নতুন সংগঠনের ৮টি ব্যানার জব্দ করা হয়।

তিনি বলেন, তারা প্রাথমিকভাবে সদস্য সংগ্রহের পাশাপাশি অর্থও সংগ্রহ করছিল। এই অর্থ দিয়ে অস্ত্র কেনা ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করার পরিকল্পনা ছিল তাদের। এই অস্ত্র ও বোমা দিয়ে তাদের বড় ধরনের জঙ্গি হামলার পরিকল্পনা ছিল।

তিনি আরও বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জসীম উদ্দিন রহমানি, যিনি বর্তমানে কারাগারে সাজা ভোগ করছেন, তারা বক্তব্যে মূলত উদ্বুদ্ধ হন জুয়েল। এর ফলে তিনি নতুন এ জঙ্গি সংগঠনটি সৃষ্টি করে।

জুয়েল নিজেও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ছিলেন। জসীম উদ্দিন রহমানিকেও কারাগার থেকে মুক্ত করার পরিকল্পনা ছিল জুয়েলের।

তিনি বলেন, সংগঠনটিতে এখন পর্যন্ত ৮০-৯০ জন সদস্য আছে বলে আমরা জানতে পেরেছি। তাদের অর্থদাতা কে তা এখনো জানা যায়নি। তবে সংগঠনটির অর্থ সংগ্রহের কাজ করছিলেন রাহুল। এ ছাড়া রাহুল বোমা তৈরির দায়িত্বেও ছিল।

নির্বাচনকে কেন্দ্র করে তাদের হামলার পরিকল্পনা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাদের আমরা জিজ্ঞাসাবাদ করব। নির্বাচনকে কেন্দ্র করে হামলার পরিকল্পনা ছিল কি না সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে ২০২৪ সালে বড় একটি জঙ্গি হামলার পরিকল্পনা ছিল।

সেই জন্য তারা অর্থ ও অস্ত্র সংগ্রহসহ বোমা বানানোর চেষ্টা করছিল। তবে তাদের হামলার টার্গেট কি তা এখনও জানা যায়নি, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে আমরা জানার চেষ্টা করব।

আরও পড়ুন: দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি আরও বলেনম, রাহুল হোসেন পেশায় একটি আইটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। প্রযুক্তির বিষয়ে জ্ঞান থাকায় রাহুল বোমা তৈরির বিষয়ে খোঁজ-খবর নিচ্ছিলেন।

এ ছাড়া বোমা হামলার অর্থ জোগাতে নিজের জমি বিক্রির প্রস্তুতি নিচ্ছেলন রাহুল। রাহুল অনলাইনে সদস্য সংগ্রহের কাজও করছিলেন।

নিপাহ ভাইরাসের বাংলাদেশি ধরনের উপস্থিতি দাবি ভারতের

সাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমার

খোকসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নাজমুল হাসান:’ পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতা প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: বাবুল আক্তার।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

আরও পড়ুন: আগামী বছর বড় হামলার পরিকল্পনা ছিল তাদের

সমতলে বসবাসকারী মানুষেরা সর্বদায় পাহাড় প্রেমী হয়। নদী এবং পাহাড়েরর মিলনের সৌন্দর্য সর্বদায় চোখ জুরিয়ে যায়। যে জুরানোর কখনও শেষ হয় না। ছবিটি সিলেটের ভোলাগঞ্জ থেকে তোলা ।  ফটোগ্রাফার: ফাহিম শাওন। লোকেশন: সিলেট ভোলাগঞ্জ

মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত; আহত-২০

নিউজ এশিয়া ২৪ ডেস্ক: একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ২০ জন মেরিন সেনা ছিল। ইতোমধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৭ আগস্ট) সকালে অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে টিল্ট-রোটার বিমানটি বিধ্বস্ত হয়।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলভিল দ্বীপের কাছে অসপ্রে ভি-২২ মডেলের ওই সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাটি ঘটার পর পরেই উদ্ধার অভিযান শুরু হয়, যা এখনও চলমান রয়েছে।।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বার্ষিক প্রিডেটর রান মহড়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে ।

এদিকে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) জানিয়েছেন, এ দুর্ঘটনায় কোনো অস্ট্রেলিয়ান সেনা সদস্য ছিল না।

আরও পড়ুন:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাজা ঘোষণাকারী বিচারককে ওএসডি

এক বিবৃতিতে তারা বলেছে, ‘এ ঘটনায় এখনবধি নিহতের খবর পাওয়া যায়নি। তবে উদ্ধার হওয়া একজনের অবস্থা গুরুতর এবং দুইজনের অবস্থা স্থিতিশীল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘দুঃখজনক’ ঘটনা বলে অভিহিত করেছেন৷

আবারও দাম বাড়বে পেঁয়াজের

নিউজ এশিয়া ২৪ ডেস্ক:  পেঁয়াজের উপর শুল্ক বাড়াচ্ছে ভারত সরকার। তবে সেটা কি পরিমান তা এথনও জানা যায়নি। এমনটাই বাংলাদেশের ব্যবসায়ীদের মোবাইলে জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করছেন নতুন করে শুল্কারোপ করলে পেঁয়াজ সহ সকল পণ্য আমদানিতে প্রভাব পড়বে।

জানা যায়, গতকাল শুক্রবার (২৫ আগস্ট) রাতে ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকরা হিলি স্থলবন্দরের আমদানিকারকদের মোবাইল ফোনে নতুন শুল্কারোপের এ তথ্য জানিয়েছেন। তারা এটাও জানান যে, শনিবার থেকেই নতুন এ শুল্কায়ন মূল্য কার্যকর হবে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ একজন আমদানিকারক বলেন, চলতি মাসের ১৯ আগস্ট (শনিবার) ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। এক সপ্তাহের মাথায় নতুন করে আবারও শুল্কায়ন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। তবে কী পরিমাণ শুল্ক বাড়ানো হয়েছে এটা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: জান্নাত সম্পর্কে কুরআনের বর্ণনা

তিনি আরও বলেন, তারা নতুন নির্দেশনা জারি করেছে, যে মূল্যেই এলসি করা হোক না কেন ভারতীয় কাস্টমসে প্রতি টন পেঁয়াজের ৩২৫ মার্কিন ডলার শুল্কায়ন মূল্য ধরে শুল্ক পরিশোধ করেই পেঁয়াজ রপ্তানি করতে হবে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে শুল্কায়ন মূল্য ৩২৫ মার্কিন ডলার করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে পরবর্তি কোন তথ্য পাওয়া যায়নি।

একদিনেই ডেঙ্গুজ্বরে প্রাণ গেল ১৪ জনের

নিউজ এশিয়া২৪ ডেস্ক: একদিনেই ডেঙ্গুজ্বরে প্রাণ গেল ১৪ জনের এবং হাসপাতালে ভার্তি হয়েছে ১ হাজার ৫৯৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৫২৪ জনে। এ বছরে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১লাখ ১০ হাজার ২২৪ জনে।

আজ শুক্রবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ‍শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৯৪ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭০৩ জন এবং ঢাকার বাইরের ৮৯১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মধ্যে ১১ জন ঢাকার বাসিন্দা এবং ৩ জন ঢাকার বাইরের বাসিন্দা মারা গেলেন।

আরও পড়তে পারেন:  জান্নাত সম্পর্কে কুরআনের বর্ণনা

এ বছরের পহেলা জানুয়ারি থেকে আগস্ট এর ২৫ তারিখ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত এক লাখ ১০ হাজার ২২৪ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫২ হাজার ৬৫৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৫৬৮ জন। এছাড়া ১ লাখ ১ হাজার ৭৬২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরের ৫৩ হাজার ২৫২ জন এবং ঢাকার বাসিন্দা ৪৮ হাজার ৫১০ জন।

এর আগে ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন এবং সেই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১০৫ জনের ।

জান্নাত সম্পর্কে কুরআনের বর্ণনা

কুরআন-হাদিসে জান্নাত সম্পর্কে সুস্পষ্ট ও বিস্তারিত বর্ণনা রয়েছে। নিউজ-এশিয়া২৪ পাঠকদের জন্য জান্নাত সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হল।

১) জান্নাতের পরিধি আকাশ-যমিনের সমান। {সূরা আল-ইমরান-১৩৩}

২) জান্নাতের ফলসূমহ চিরস্থায়ী। {সূরা র্আ-রা’দ-৩৫}

৩) জান্নাতে ক্ষুধা ও পিপাস অনুভূত হবে না। {সূরা আত-ত্ব-হা-১১৮}

৪) জান্নাতীদের জান্নাতে স্বর্ণালংকারে অলংকৃত করা হবে, তারা পারিধান করবে সূক্ষ ও স্থল রেশমের সবুজ পোষাকে সমাহীন হবে সুসজ্জিত আসনে। {সূরা কাহ্ফ-৩১}

৫) জান্নাতীদের প্রদক্ষিণ করে পরিবেশন করা হবে বিশুদ্ধ সূরা পূর্ণ পাত্র। যা শুভ্য, উজ্জ্বল সুধা হবে পানকারীদের জন্য সুস্বাদু। {সূরা আস-সাফপাত-৪৫-৪৬}

৬) জানানাতে থাকবে আয়তনয়না মহিলাগণ, কোন জি¦ন ও মানব ইতোপূর্বে যাদেরকে স্পর্শ করেনি। {সূরা আর রহমান-৫৬}

এবার চলুন জেনে নেয়া যাক, জান্নাত সম্পর্কে হাদীসের বর্ণনা:

১) জান্নাতে রোগ, বার্ধক্য ও মৃত্যু হবে না। {মুসলিম}

২) কোন জান্নাতী যদি তার অলংকারসূমহ একবার পৃথিবীর দিকে উঁকি দেয় তাহলে সূর্যের আলো এমনভাবে ¤øান করে দেবে, যেরুপ সূর্যের আলো তারকার আলোকে ¤øান করে দেয়। {তিরমিযী}

৩) যদি জান্নাতী হুরেরা পৃথিবীর দিকে একবার উঁকি দেয় তাহলে পূর্ব-পশ্চিমের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু আলোকিত হয়ে যাবে। আর সম্পূর্ন পৃথিবীকে সুগন্ধিময় করে দেবে। {বুখারী}

৪) জানাতের বালাখানা সূমহ সোনা-রুপার ইট দিয়ে বানানো। সিমেন্ট, বালি, মেশক আম্বরের সুগন্ধিযুক্ত। জান্নাদের পাথরসূমহ হবে মতি ও ইয়াকুতের, আর মাটি হবে যাফরানের। {তিরমিযী}

৫) আসমান ও যমিনের সকল সৃষ্টজীব জান্নাতের একটি গুচ্ছের ফল খেলেও এর পরিসমাপ্তি হবে না। {আহমদ}

৬) শত স্তর রয়েছে জান্নাতে আর প্রত্যেক স্তরের মাঝে আসমান ও যমিন সমপরিমান দূরত্ব। {তিরমিযী}

৭) জান্নাতের একটি ছায়া এতই লম্বা হবে যে এর ছায়ায় এক অশ^রোহী শত বছর পর্যন্ত চললেও এর শেষ পর্যন্ত পৌছাতে পাবে না। {বুখারী}

৮) জান্নাতে ধনুক পরিমান স্থানও সম্পূর্ণ পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে মূল্যবান। {বুখারী}

৯) হাউজে কাওসারে সোন-রুপার পেয়ালা থাকবে, সেগুলোর সংখ্যা হবে আকাশে তারকার ন্যায় অসংখ্য। {বুখারী}

নিউজএশিয়া ২৪ এর সম্মানীত পাঠকগন, জান্নাত একটি একটি আবাসস্থল যা যে কোন মানুষের কল্পনাতীত। তাই আমাদের সবার জীবন এমনভাবে গঠন করা উচিত যাতে জান্নাতের সেই আছ্বাদন নিতে পারি।

আল্লাহ মানুষ এবং জ¦ীন সৃষ্টি করেছেন, শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। কিন্তু আমরা দুনিয়ার মোহতে সব ভুলে গেছি। এমনকি তার ইবাদতের সামান্য অংশটুকুও করতে পারছি না। দুনিয়ার বিভিন্ন পাপকার্যে লিপ্ত হয়ে যাচ্ছি। ক্রমেই সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছি।

তাই ইসলামিক শিক্ষা গ্রহন করে ইসলামের পথে ফিরে আসা উচিত। যাতে দুনিয়ার সাতে সাথে পরকালেও আমরা সুখে শান্তিতে থাকতে পারি এবং লাভ করতে পারি সেই সুখময় জান্নাত।