শিরোনাম

চাকরির খবর

লিখে আয় করুন

আপনি কি নিয়মিত লেখালেখি করেন? লেখা প্রকাশ করার উপায় খঁজছেন? তার সাথে আয়? তাহলে সুখবরটা আপনার জন্য! আপনার বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করুন নিউজ এশিয়া২৪ (www.newsasia24.com)এ। আর আপনি পাবেন আপনার পারিশ্রমিক।

লেখা যেভাবে পাঠাবেন:

১) প্রথমে এই পেজটিতে লাইক দিন। লাইক দিতে এখানে ক্লিক করুন।

২) রেজিস্ট্রেশন করুন। আপনার নাম, ছবি, মোবাইল নম্বর (বিকাশ/নগদ/রকেট/ থাকতে হবে), ইমেইল, ঠিকানা সহ রেজিস্ট্রেশন  করতে হবে। রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। অথবা এই লিংকে প্রবেশ করুন>> https://forms.gle/7n8pkJdeJLGicqVc9

অথবা, (আপনার নাম, ছবি, মোবাইল নম্বর (বিকাশ/নগদ/রকেট/ থাকতে হবে), ইমেইল, ঠিকানা সহ নিম্ন লিখিত মেইলে মেইল করুন। ) ইমেইল:  [email protected]

৩) ফেসবুকে সরাসরি মেসেজ দিতে পারেন https://www.facebook.co /bdnewsasia24

৪) লেখাটি মেইল করুন: [email protected]

শর্ত :

** ) কোন ওয়েবসাইট বা অনলাইনে প্রকাশিত লেখা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। লেখাটি সম্পূর্ন আপনার নিজের লেখা হতে হবে। অন্যকারও লেখা কপি করলে কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। পরবর্তিতে আপনার কোন লেখা আর গ্রহন করা   হবে না।

১) আপনি কোন কপি লেখা পাঠালে আমাদের আইটি টিম ধরে ফেলবে। যদি কোন কপি রাইট পাওয়া যায় আপনার লেখা বাতিল বলে বিবেচিত হবে। তারসাথে আপনার কোন লেখা আর প্রকাশিত করা হবে না।

২) আপনার লেখা আমরা পর্যালোচনা করে প্রকাশিত করব।

৩) কোন প্রকার ( খারাপ, পর্ন বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে) এমন লেখা গ্রহণযোগ্য নয়। লেখাটি সর্বনিম্ন ৩০০ শব্দের হতে হবে। (কবিতা ব্যতিত/ক্ষেত্র বিশেষ)।

৪) প্রতিটি লেখার সাথে আপনার ছবি অথবা রিলেটেড (লেখা সম্পর্কীয়) ছবি পাঠাতে হবে।

৫) প্রতিটি লেখার নিচে আপনার নাম এবং মোবাইল নাম্বার দেয়া বাধ্যতামূলক।

৬) প্রতিটি নিয়ম-কানুন মেনে লেখাটি পাঠাতে হবে।

টাকা যে ভাবে পাবেন:

১) প্রতিটি লেখা সর্বনিম্ন ১০০০ (একহাজার) ভিউ হলে টাকা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। ভিও ওয়েবসাইটে দেখা যাবে।

২) আপনার লেখা প্রতি ১০০০( এক হাজার) ভিউ হলে পাবেন ১০০ টাকা। ( যেমন: এক হাজার ভিউ হলে পাবেন ১০০ টাকা, দুই হাজার ভিউ হলে পাবেন ২০০ টাকা, পাঁচ হাজার ভিউ হলে পাবেন ৫০০ টাকা। ) তাই ভিউ বাড়াতে আপনার লেখাটি বেশী করে শেয়ার করুন।

৩) আমাদের মেম্বার হওয়ার পর ৫০০( পাঁচশত) ভিউ হলেই ১০০ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

যোগাযোগ:

নিউজ এশিয়া ২৪ (NewsAsia24)
মোবা: 013 31 51 41 03 / 019 62 36 33 72
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.newsasia24.com

newsasialogo-seo

রেজিস্ট্রেশন করার লিংকঃ  https://forms.gle/7n8pkJdeJLGicqVc9

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

journalist-newsasia23-job

দেশের বহুল আলোচিত ও সর্বাধিক পঠিত নব-আগমনী অনলাইন পত্রিকা নিউজ এশিয়া২৪(www.newsasia24.com) সারা দেশে সাংবাদিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সংবাদ মাধ্যমটিতে রিপোর্টার পদে কাজ করার সুযোগ রয়েছে। এতে নারী/পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

পদের নাম:
(১) স্টাফ রিপোর্টার
(২) বিভাগীয় প্রধান
(৩) জেলা প্রতিনিধি
(৪) উপজেলা প্রতিনিধি
(৫) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রার্থী: নারী/পুরুষ উভয়।

যে সকল জেলা: সমস্ত বিভাগ (চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রংপুর, ময়মনসিংহ) সহ কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা সহ এর সকল উপজেলা।

আবেদনের যোগ্যতা: পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুনেরাও আবেদন করতে পারবেন। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। সততার সঙ্গে কাজে পারদর্শী হতে হবে। যেকোনো ধরণের ইস্যুতে আগ্রহ থাকতে হবে।

আবেদন পাঠাবেন যেভাবে: পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সদ্যতোলা রঙিন ছবি মেইলে পাঠাতে হবে।
ই-মেইল: [email protected]
মোবাইল : ০১৩ ৩১ ৫১ ৪১ ০৩, ০১৯ ৬২ ৩৬ ৩৩ ৭২

পলমল গ্রুপে চাকরি; ৩০ বছরেও আবেদন

পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এ ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহীদের জন্য নভেম্বরের ২৭ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে।

polmol-group-job-newsasia24

বিভাগের নাম: আরঅ্যান্ডডি (ফেব্রিক)
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৫-৩০ বছর
কর্মস্থল: ঢাকা
অভিজ্ঞতা: ০৪ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের শেষ সময়: ২৭ নভেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম

বিজিবিতে সিপাহী পদে নিয়োগ-২০২৩

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রথমে অনলাইনে অবেদন করে তারপর নিদের্শনা অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করেতে হবে।

বিজিবি নিয়োগ ২০২৩
প্রতিষ্ঠানঃ বর্ডার গার্ড বাংলাদেশ
প্রতিষ্ঠানের ধরনঃ সরকারি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ০৯ সেপ্টেম্বর ২০২৩ ইং
চাকরির ধরনঃ সরকারি চাকরি
চাকরির সময়ঃ স্থায়ী চাকরি
মোট পদঃ ০১
মোট লোকঃ নিদিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সম্মান পরীক্ষা কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে ( পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য)
চাকরির স্থানঃ বাংলাদেশের যেকোনো জায়গায়
লিঙ্গঃ নারী ও পুরুষ
অভিজ্ঞতাঃ বিনা অভিজ্ঞতা চাকরিটা আন্দোলন করা যাবে
বয়সঃ ০১ জুলাই ২০২৪ ইং তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে
বেতনঃ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০ – ২১৮০০ টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান, এবং বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য সুবিধা
আবেদন করার পদ্ধতিঃ অনলাইনে
চাকরির আবেদন ফিঃ বিজিবি সার্কুলার ইমেজে
চাকরির ফি জমা দেওয়ার পদ্ধতিঃ অনলাইন ব্যাংকিং
চাকরির আবেদন শুরুঃ ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং সকাল ১০ থেকে
চাকরির আবেদন শেষঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩ ইং রাত ১২ পর্যন্ত
চাকরির আবেদন করার ওয়েবসাইটঃ https://joinborderguard.bgb.gov.bd

যোগাযোগের ঠিকানা
নাম বর্ডার গার্ড বাংলাদেশ
কর্তৃপক্ষের ধরন সরকারি
ইমেইল mail.bgb.gov.bd
ঠিকানা P9PG+JHM, রোড নং 2, ঢাকা 1205
ওয়েবসাইট http://bgb.gov.bd

 

স্কয়ারে এইচএসসি পাসে নিয়োগ

ব্র্যাকে চাকরি সুযোগ আবেদন অনলাইনে

স্কয়ারে এইচএসসি পাসে নিয়োগ

পদের নাম: সেলস অফিসার।

পদ সংখ্যা: নির্ধারিত না।

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস। বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দেশের যেকোনো স্থানে চাকরি করা ও ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

দায়িত্ব ও কর্তব্য: দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা, বিক্রয় লক্ষ্য অর্জন করা।

পরীক্ষার স্থান: স্কয়ার ট্রয়লেট্রিজ লিমিটেড, স্যামসন সেন্টার, ৪৩ সাউথ এভিনিউ, রোড-১২৬, প্লট-সিইএস (জি) ৫এ, গুলশান-১, ঢাকা-১২১২।

আরও পড়ুন: চাকরির আবেদন ফি’র সাথে সার্ভিস চার্জ ও ভ্যাট যোগ

আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের সত্যয়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্ত সহ আগামী ২৫ আগস্ট, ২০২৩ তারিখ সকাল ৮:৩০ মিনিটের মধ্যে নিচের ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।

ব্র্যাকে চাকরি সুযোগ আবেদন অনলাইনে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ক্রেডিট অফিসার, প্রগতি।
পদ সংখ্যা: নির্ধারিত না।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। মোটরসাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে।
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয় (বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে)।

দায়িত্ব: মাঠ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসারে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের জনগোষ্ঠীতে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নে সহায়তা করা।

বেতন ও সুযোগ সুবিধা: আকর্ষণীয় মাসিক বেতনের সঙ্গে সংস্থার নীতি অনুয়ায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবনবীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরম্যান্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নীত হবার সুযোগ রয়েছে।

আবেদনের নিয়ম: আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে https://careers.brac.net/jobs অথবা www.bdjobs.com -এর মাধ্যমে আবেদন করতে হবে।

চাকরির আবেদন ফি’র সাথে সার্ভিস চার্জ ও ভ্যাট যোগ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সকল সরকারি চাকরি সহ স্বায়িত্বশাসিত প্রষ্ঠিানের চাকরির আবেদন ফি সার্ভিস চার্জের ওপর ভ্যাট যোগ বাড়িয়েছে সরকার।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি নেওয়া হবে। পরীক্ষার ফি বাবদ সংগ্রহ করা অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশকে দিতে হবে এবং কমিশন হিসেবে পাওয়া অর্থের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আদায় করা হবে।

এখন থেকে নবম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি হবে ৬০০ টাকা। এর সঙ্গে টেলিটক বাংলাদেশের সার্ভিস চার্জ ১০ শতাংশ বা ৬০ টাকা দিতে হবে। ৬০ টাকার ওপর ১৫ শতাংশ বা ৯ টাকা ভ্যাট দিতে হবে। অর্থাৎ নবম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন করতে মোট ৬৬৯ টাকা দিতে হবে।

দশম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ৫০ টাকা সার্ভিস চার্জ এবং ৭ টাকা ৫০ পয়সা ভ্যাট দিতে হবে।

১১ ও ১২তম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি ধরা হয়েছে ৩০০ টাকা। এর সঙ্গে ৩০ টাকা সার্ভিস চার্জ ও ৪ টাকা ৫০ পয়সা।

১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এর সঙ্গে সার্ভিস চার্জ ২০ টাকা এবং ভ্যাট ৩ টাকা।

১৭ থেকে ২০তম গ্রেডের চাকরিপ্রত্যাশীদের আবেদন ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১০ টাকা সার্ভিস চার্জ এবং ১ টাকা ৫০ পয়সা।