নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনার কাজের জন্য ১০ টন ওজন বহন ক্ষমতাসম্পন্ন ডাম্প ট্রাক কিনবে বলে জানিয়েছে ডিএসসিসি সচিব আকরামুজ্জামান। এতে তিন সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
আকরামুজ্জামান জানান, কমিটি প্রতিষ্ঠানের টেকনিক্যল স্পেসিফিকেশনসহ অন্যান্য বিষয়গুলো যাচাই-বাছাই করবে।
তিনি আরও জানান, টেকনিক্যালি রেসপনসিভ কি না সে বিষয়ে মতামত পাঁচ কর্মদিবসের মধ্যে প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা বরাবর প্রতিবেদন জমা দেবে।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চেতনা শানিত ও সমৃদ্ধ হয়েছে : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
ডিএসসিসি সূত্রে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলমকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ।
কমিটির সদস্য সচিব হয়েছেন ডিএসসিসির ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা উত্তম কুমার রায় এবং সদস্য হয়েছেন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী মো. নুরুজ্জামান।