শিরোনাম

অপরাধ

ফেসবুকে সুন্দরীর ফাঁদে সর্বস্বান্ত যুবক

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বেসরকারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাজী জাহিদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় সুন্দরী এক নেপালি তরুণীর। ওই তরুণীর সঙ্গে মেসেঞ্জারে নিয়মিত চ্যাট করেন জাহিদ। সম্পর্ক আরও গভীর হলে একে অপরের ব্যক্তিগত ছবি শেয়ার করেন। ভিডিও কলে তারা খোলামেলা কথা বলেন।

জাহিদের অজান্তেই নেপালি ওই সুন্দরী তরুণী কৌশলে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে সেই ভিডিও চ্যাট ধারণ করেন। ফেসবুকে বন্ধুত্বের দুই মাসের মাথায় একদিন নেপালি তরুণী জাহিদকে জানান তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। লিভার ও কিডনি জটিলতা দেখা দিয়েছে। দ্রুতই অপারেশন করতে হবে, এজন্য অনেক টাকা প্রয়োজন।

জাহিদের কাছে তিনি দুই লাখ টাকা চান। জাহিদ এক লাখ টাকা দিলে তরুণী বলেন, এ টাকায় হবে না। জাহিদের কাছে ফের পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে পূর্বে ধারণকৃত ছবি ও ভিডিও জাহিদের ঘনিষ্ঠদের ফেসবুক মেসেঞ্জারে পাঠাবে বলে হুমকি দেন। নিরুপায় হয়ে জাহিদ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে অভিযোগ করেন।

আরও পড়ুন>>পিরোজপুর স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ; পতিতালয়ে বিক্রির হুমকি

ডিবির তদন্ত কর্মকর্তা জানান, নেপালি তরুণীর মাধ্যমে প্রতারিত ভুক্তভোগী বিদেশে লোক পাঠানোর ব্যবসা করেন। তিনি ওই নেপালি তরুণীর সঙ্গে সম্পর্কের পর নিজের তথ্য দেন। ভুক্তভোগীর স্ত্রী ও বন্ধুদের ফেসবুকে যুক্ত করেন ওই তরুণী। এরপরই জিম্মি করে তাকে।

কাজী জাহিদের মতো সমাজের প্রতিষ্ঠিত ও ধনাঢ্য অনেক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধুত্বের ফাঁদে পা দিয়ে অর্থকড়ি ও সম্মান খোয়াচ্ছেন। চক্রের সুন্দরী ও স্মার্ট মেয়েরা ফেসবুকে বন্ধুত্ব থেকে কায়দা করে গড়ে তোলে প্রেমের সম্পর্ক।

আরও পড়ুুুুন>>ফেসবুকে ও বিকাশে প্রতারনা; আটক ৩

নিজেদের মধ্যে খোলামেলা আলাপচারিতার ভিডিও রেকর্ড করেন চক্রের সদস্যরা। পরে জিম্মি করেন টার্গেট ব্যক্তিকে। মাসের পর মাস চলছে এ ধরনের প্রতারণা। চক্রটি দেশের বাইরে অবস্থান করে হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ ধরনের ভুক্তভোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও আইনি সহায়তা নিচ্ছেন না। ভুক্তভোগীদের ৯০ ভাগই সামাজিক ও পারিবারিক মর্যাদাহানির ভয়ে নিয়মিত টাকা দিচ্ছেন চক্রটিকে। আর যারা অভিযোগ করছেন, তাদের একটি বড় অংশ মামলা করতে রাজি হয় না।

আরও পড়ুন>>মোটরসাইকেল চুরি ঠেকানোর উপায় বললেন ‘চোরদের গুরু’

অপরাধ বিশ্লেষকরা বলছেন, তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত সাইবার জগতে প্রবেশ করছেন। তাদের মধ্যে কিশোর-কিশোরী ও বয়োবৃদ্ধরাও আছেন। কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বিষয়ে তাদের অধিকাংশের কোনো জ্ঞান নেই। এ কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

google-news-channel-newsasia24

Follow

পিরোজপুর স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ; পতিতালয়ে বিক্রির হুমকি

পিরোজপুর প্রতিনিধি” পিরোজপুরের নাজিরপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ৪০ দিন আটকে রাখা হয়। তাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পওয়া গেছে। এ ঘটনায় স্কুলছাত্রীটির মা ৬ জনের নামে থানায় মামলা করেছেন।

বুধবার রাতে মামলাটি নথিভুক্ত (এফআইআর) হওয়ার তথ্য নিশ্চিত করে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে সবুজ হাওলাদার নামে এক যুবক উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু কোন সারা না পেয়ে ২১ নভেম্বর ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে মিঠারকুল নামক স্থান থেকে আসামিরা তাকে অপহরণ করে নারায়ণগঞ্জের একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে।

আরও পড়ুন: 

পরবর্তিতে, ২৮ ডিসেম্বর অপহরণকারী ফোন থেকে ওই ছাত্রীর বাবার ফোনে ফোন দেয় ও দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ওই ছাত্রীকে পতিতালয়ে বিক্রির হুমকি দেওয়া হয়। পরে ওই ফোনের সূত্র ধরে ৩১ ডিসেম্বর ওই ছাত্রীকে উদ্ধার করে।

google-news-channel-newsasia24

ফেসবুকে ও বিকাশে প্রতারনা; আটক ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিমের নাম ছবি ব্যবহার করে প্রতারক চক্রের ফেইসবুক আইডি তৈরি করে আউট সোর্সিং চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনের নিকট নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে।

আজ বুধবার(৬ ডিসেম্বর) উর্ধতন সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভূয়া ফেইসবুক আইডি ব্যবহারকারী প্রতারক চক্রের ১ সদস্য ও বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য কে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

উক্ত বিষয়ে প্রতারক কে গ্রেফতারে অভিযানে নামে জিএমপি সাইবার টিম। পরে জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রতারক লিটন মিয়া কে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: 

অপর আরেক ঘটনায় গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব ও কালিয়াকৈর থানা এলাকা হতে আকিল হাসান ও শফিকুল ইসলাম নামে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বিকাশ প্রতারণা সাথে যুক্ত।

google news newsasia24

Follow Now

মোটরসাইকেল চুরি ঠেকানোর উপায় বললেন ‘চোরদের গুরু’

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তালিকায় ‘শীর্ষ’ মোটরসাইকেল চোর আবুল কালাম আজাদ ।

১৩ বছরে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল চুরি করেছেন। ধরা পড়েছেন অন্তত ৪৫ বার। তাঁর বিরুদ্ধে ৫৩টি মামলার তথ্য পাওয়া গেছে।

thife-master-abul-kalam-ajad-newsasia24

চুরি ঠেকাতে চালকের কী ধরনের নিরাপত্তা নেওয়া উচিত, এ বিষয়ে ‘চোরের গুরু’ আবুল কালাম আজাদ তিন ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা বললেন।

আবুল কালাম আজাদের প্রথম পরামর্শ হচ্ছে, মোটরসাইকেলে অ্যালার্ম লাগানো যেতে পারে। এতে করে কেউ মোটরসাইকেল স্পর্শ করলেই অ্যালার্ম বেজে উঠবে। কোনো মোটরসাইকেলে অ্যালার্ম বাজলে ধরা পড়ার ভয়ে চোর সেটি চুরি করতে আগ্রহী হয় না।

আরও পড়ুন>>মাগুরায় হঠাৎ কোটিপতি ইন্দ্রজিতের দখলদারিত্বে অতিষ্ঠ এলাকাবাসী

দ্বিতীয়ত, জিপিএস ট্র্যাকার লাগানো যেতে পারে। এর মাধ্যমে খুব সহজে মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করা সম্ভব।

আর তৃতীয়ত, উন্নত মানের ‘ডিস্ক লক’ ব্যবহার করা হলে সেটি ভাঙতে অনেক সময় লাগে। এ ধরনের তালা লাগানো থাকলে চোর ঝুঁকি নিতে চায় না।

আবুল কালাম আজাদ সর্বশেষ গত মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন। এর আগে গত ৫ অক্টোবর তিনি জামিনে মুক্ত হয়েছিলেন।

সর্বশেষ গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব তথ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন>>যাত্রী বেশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ডিবি কর্মকর্তারা জানান, আবুল কালাম আজাদ বলেছেন, অনেকে মোটরসাইকেলের ‘হ্যান্ডল লক’ করে মোটরসাইকেল রেখে চলে যান। এটি মোটেও নিরাপদ নয়।

কারণ, এই লক ভেঙে মোটরসাইকেল চুরি করতে ৩০ থেকে ৬০ সেকেন্ড সময় লাগে। আবার অনেকেই ‘ঢালাই তালা’ ব্যবহার করেন। এই তালা ভেঙে মোটরসাইকেল চুরি করতে দেড় মিনিটের মতো লাগে।

google news newsasia24

মোবাইল ফোন চোরচক্রের সদস্যদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কক্সবাজারে মোবাইল ফোন চোরচক্রের সদস্যদের ছুরিকাঘাতে আসহাবুল করিম জিহাদ (২১) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।

ঘটনাটি কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীতে ঘটে। হত্যায় জড়িত সন্দেহে মো. সোহান নামের একজনকে আটক করেছে এলাকাবাসী। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

coxsbazar-mobile-crime-murder-newsasia24

শুক্রবার( ১ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে কোনাখালী ইউনিয়নের মরংঘোনা স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত আসহাবুল পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মকসুদুল করিমের ছেলে ও কক্সবাজার সিটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে আটক সোহান কোনাখালীর কুতুবদিয়া পাড়া এলাকার দলিলুর রহমানের ছেলে।

আরও পড়ুন>> স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, কোনাখালীর একটি মোবাইল চোরচক্রের ৪-৫ জন সদস্য শুক্রবার সন্ধ্যার পর মরংঘোনা স্টেশনে জিহাদের সঙ্গে দেখা করে। এসময় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা জিহাদকে ছুরিকাঘাত করে পালাতে গেলে তাদের একজনকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন>>খোকসায় পল্লী চিকিৎসককে মারধর

খবর পেয়ে চকরিয়া ও পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে পেকুয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন জানিয়েছে, নিহত জিহাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন>> ডিএমপির শ্রেষ্ঠ ওসি মাহফুজুল হক ভুঞা

পেকুয়া থানা পুলিশ প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

ওসি মোহাম্মদ আলী জানিয়েছেন, কলেজছাত্রকে ছুরিকাঘাতের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত অন্যদের আটক করতে কাজ করছে পুলিশ।

google news newsasia24

স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করল অভিজিৎ।

নারীর ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে তরুণীর নগ্ন ছবি আদায়। পরে সেই সব ছবি হাতিয়ার করে ব্ল্যাকমেলের চেষ্টা। কিন্তু শেষ রক্ষা করতে পরলো না। টাকা নেওয়ার সময় পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়লেন অভিযুক্ত।

husbend-wife-picture-bluckmail-newsasia24জানা গেছে, ওই তরুণী ভারতের সিউড়ির এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর স্ত্রী। কয়েক বছর আগে অভিজিৎ দাসের (২৩) সঙ্গে সোশাল মিডিয়ায় আলাপ হয় তার।

পুলিশের দাবি, অভিজিৎ তিনটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। তার একটির নাম অর্পিতা সরকার।

অর্পিতার সঙ্গে ওই ব্যবসায়ীর স্ত্রীর তিন বছরের আলাপ। এ সময় দুজনের মধ্যে নগ্ন ছবি আদানপ্রদান হয়। সেগুলো রেকর্ড করে রাখে অভিজিৎ।

আরও পড়ুন>>পাকিস্তানে ৫১ নারী সন্ত্রাসীর তালিকা প্রকাশ: সিটিডি

পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অভিজিৎ দুই দিন আগে ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছে পাঁচ লাখ রুপি দাবি করেন। টাকা না দিলে নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকিও দেন।

নমুনা হিসাবে অর্পিতার মেসেঞ্জার থেকে কিছু নগ্ন ছবি ওই ব্যবসায়ীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন অভিজিৎ। জানাজানি যাতে না হয় তাই দুই লাখ রুপি দিতে রাজি হন ব্যবসায়ী।

এরপর থানায় অভিযোগ জানান ব্যবসায়ী। পুলিশ অভিযুক্তের বাড়িতে তদন্তে যায়। এর জের ধরে আবারও টাকা চেয়ে বসেন অভিজিৎ।

আরও পড়ুন:

দুপুরে একটি ঠিকানায় টাকা নিয়ে হাজির হতে বলেন। পরে ঠিকানা পাল্টে সিউড়ির বাইরে তসরকাটার জঙ্গলে টাকা নিয়ে হাজির হতে বলেন।

পুলিশ তাকে ধরতে ফাঁদ পাতে। সাদা পোশাকে জঙ্গলের চারিদিকে আত্মগোপন করে ছিল তারা। ব্যবসায়ী ওই জঙ্গলে পৌঁছালে যুবক মোটরসাইকেলে করে টাকা নিতে আসে। পুলিশ তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে। সাইবার অপরাধের ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

google news newsasia24

বিষাক্ত সাপ দিয়ে স্ত্রী-কন্যাকে হত্যা করলো স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক:  বেশ কিছুদিন ধরে স্ত্রীর সাথে স্বামীর বনিবনা না হওয়ায় রাতে ঘুমন্ত স্ত্রী-কন্যার ইপর বিষাক্ত সাপ ছেড়ে দেয় স্বামী। আর এই সাপের কামড়ে মৃত্যু হয় স্ত্রী ও কন্যার।

আজ শুক্রবার(২৪ নভেম্বর) স্বামী গণেশকে গ্রেফতার করে পুলিশ। স্ত্রী বাসন্তী ও কন্যা দেবাস্মিতাতে হত্যার দায়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২০২০ সালে অর্থাৎ ৩ বছর আগে ভারতের ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্যনগরের আধেগাঁও গ্রামের গণেশের সাথে বিয়ে হয় বাসন্তীর। তাদের সংসারে একটি কন্যা রয়েছে। কিন্তু স্ত্রী বাসন্তীর সাথে গণেশের তেমন কোন মিল ছিল না। বেশীরভাগ সময় ঝরগা বিবাধ লেগেই থাকতো।

প্রায় দেড় মাস আগে গণেশ তার স্ত্রী এবং কন্যাকে বিষাক্ত সাপের কামড়ে হত্যা করে।

wife-daughter-dead-by-sanke-by husband-india-news-newsasia24

google news newsasia24

পুলিশ জানিয়েছে, গণেশ ধর্মীয় উদ্দেশে ব্যবহার করার কথা বলে ওই সাপটি কিনেছিলেন। এ ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করেছে।

তাছাড়া বাসন্তীর বাবা গণেশের বিরুদ্ধে হত্যার অভিযোগে এফআইআর দায়ের করেছেন।

আরও পড়ুন: 

ডিএনসিসিতে ঘুষ ছাড়া ট্রেড লাইসেন্স হয় না; দুদকের অভিযান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ডিএনসিসিতে (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন) ঘুষ ছাড়া হয় না ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন কিংবা বাতিল। দুদকের অভিযানে এসব ঘুষ লেনদেনের প্রমান পাওয় গেছে।

দুদকের অভিযানে অফিস সহকারী জসিম উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে ট্রেড লাইসেন্স করতে ঘুষ দাবির প্রমাণ পাওয়া গেছে।

এছাড়াও জসিম উদ্দিনের বিরুদ্ধে ঢাকার মিরপুরে দুটি ফ্ল্যাটসহ অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে।

গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তাজুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে ঔই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২২ নভেম্বর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযানে লাইসেন্স করতে আসা গ্রাহকদের হয়রানি এবং লাইসেন্স দেওয়ার নামে ঘুষ গ্রহণের সত্যতা পাওয়া যায়।

dncc-newsasia24

আরও পড়ুন: 

এছাড়াও ভুয়া ঠিকানা ব্যবহার করে লাইসেন্স করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ হিসাবে ৩ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করেছেন জসিম। সূত্র: ঢাকা পোস্ট

google news newsasia24

বাসার সামনে জুতা রাখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন!

নিজস্ব প্রতিবেদক: বাসার সামনে জুতা রাখাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। এঘটনায় বড় ভাই দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিনা ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ছোট ভাইয়ের নাম মিঠুন কুমার ঘোষ। ঘটানাটি ঘটেছে ১৫ নভেম্বর রাতে রাজধানীর গেন্ডারিয়ায়।

রবিবার (১৯ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ আল মামুন।

ওসি জানান, ১৫ নভেম্বর রাত ৯টার দিকে বাসার রুমের সামনে জুতা রাখাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ ছোট ভাইয়ের স্ত্রী রেখা রানী দাসকে গালিগালাজ করেন। এসময় এর প্রতিবাদ করেন রেখার স্বামী মিঠুন কুমার। ফলে ক্ষিপ্ত হয়ে মিঠুনকে কিল–ঘুষি ও বুকে লাথি মেরে রুমের সামনে ফেলে দেন দিলীপ ও তার স্ত্রী রিনা।

একপর্যায়ে দিলীপ তার ভাই মিঠুনকে খাটের পায়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে অজ্ঞান হয়ে যান মিঠুন।

তাৎক্ষণিকভাবে অন্যদের সহায়তায় মিঠুনকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান তার স্ত্রী রেখা রানী। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা করেন।

আরও পড়ুন: small-brother-murder-by-big-brother-genderia-newsasia24small-brother-murder-by-big-brother-genderia-newsasia24

ওসি বলেন, ঘটনার দিন গেন্ডারিয়া থেকে দিলীপের স্ত্রী রিনাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ১৮ নভেম্বর টাঙ্গাইলের মির্জাপুর থেকে গ্রেফতার করা হয় দিলীপ ঘোষকে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

খোকসায় দেশীয় অস্ত্রসহ আটক ১

নাজমুল হাসান: কুষ্টিয়ার খোকসায় দেশীয় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে থানা পুলিশ । শনিবার রাত ১০ টার দিকে ওসমানপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ রবিবার (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটক ব্যক্তি ওসমানপুর ইউনিয়ন এর দেবিনগর গ্রামের হায়দার মেম্বারের ছেলে মো. ইদ্রিস (৩০)।

জানা যায়, আগ্নেয় অস্ত্র সহ মারামারির উদ্দেশ্যে কিছু লোক সংঘবদ্ধ হবার সংবাদ পেয়ে খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ, এএসআই সোহেল রানা, এএসআই মো. মুশফিকুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছান। এসময় সবাই পালিয়ে গেলেও পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

khoksa-arrest-newsasia24 2

আরও পড়ুন: 

ওসি মোস্তফা হাবিবুল্লাহ নিউজ এশিয়া২৪ কে জানান, শনিবার রাতে ওসমানপুর থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামি ইদ্রিসকে আটক করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়তে পারেন:>>