শিরোনাম

বিনোদন

শাহ আব্দুল করিম অ্যাওয়ার্ড পেলেন পরিচালক ফজলুল হক

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: শাহ আব্দুল করিম (এসএকে) অ্যাওয়ার্ড-২০২২ এ ভুষিত হলেন পরিচালক ফজলুল হক (ফজলুল সেলিম)। ”ঢাকা সাংস্কৃতিক সংগঠনের” উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে শ্রেষ্ট পরিচালকের অ্যাওয়ার্ডপ্রদান করা হয়।

অনুষ্টানে ফজলুল হক(ফজলুল সেলিম) এর হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন পীরজাদা শহীদুল হারুন সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়। অনুষ্টানে সভাপত্বি করেন আলহাজ¦ আনোয়ার হোসেন।

abdul-karim-award-fazlul-haque-newsasia24 2

ফজলুল সেলিম এ পর্যন্ত প্রায় ১০০টি নাটক নির্মান করেছেন এবং ৫০টির বেশি নাটক রচনা করেছেন। সন্মাননা প্রসঙ্গে ফজলুল সেলিম বলেন- দীর্ঘ সময় নাটক পরিচালনা করে আসছি.. কাজের ম্যলায়ন স্বরূপ পুরস্কার পেয়ে ভাল লাগছে । আরও ভাল নাটক নির্মান করার । লেখার উৎসাহ পাবো। সবার কাছে দোয়া চাই আরও ভাল নাটক সামনে আপনাদের উপহার দিতে পারি।

আরও পড়ুন ;

কাজের ব্যস্ততা নিয়ে পরিচালক বলেন- সম্প্রতি মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁইকে নিয়ে ” সেই লেভেলের বাটপার” নামে একটি নাটকের শ্যুটিং শেষ করে । নেপালে দুটি নাটকের শ্যুটিং করতে যায় । তাছাড়া একটি শর্টফিল্ম করবো । বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য।

google news newsasia24

শুধু কণ্ঠ দিয়ে আয় ৩ কোটি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: শুধু কণ্ঠকে কাজে লাগিয়ে আয় করেন কোট কোটি টাকা। অন্যদিকে জনপ্রিয় হয়ে ওঠেন রাতারাতি। অল্লু অর্জুন, বিজয়ের মতো সুপারস্টারের ছবিতে কণ্ঠ দিয়ে কোটি টাকা উপার্জন করছেন সঙ্কেত মাত্রে।

সঙ্কেত জন্ম ১৯৮৮ সালের ২৭ জুলাই মুম্বইয়ে। পড়াশোনা শেষ করে মুম্বাইয়ের একটি ডাবিং স্টুডিওতে কাজ শুরু করেন।

সেখানে একজন তাকে টিয়া পাখির কন্ঠে কথা বলতে বলেন, তিনি টিয়া পাখির কণ্ঠে কথা বলায় সবার প্রশংসার প্রাত্র হয়ে যান।

আরও পড়ুন> কিবোর্ডে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ পদ্ধতি!

‘বেন ১০ অ্যালিয়েন ফোর্স’ নামের কার্টুনে প্রথম কাজ করেন তিনি। এসময় তিনি ১০ ধরনের কণ্ঠ ব্যবহার করেন।

বেন চরিত্রের নেপথ্যকণ্ঠশিল্পী হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন সঙ্কেত। এর পর বিভিন্ন দক্ষিণী ছবির হিন্দি ডাবিংয়ের সময়েও নেপথ্যকণ্ঠশিল্পী হিসাবে কাজ করতে দেখা গেছে তাকে।

‘ডিজে: দেব্বারাজগন্নধাম’, ‘সাররাইনোড়ু’, ‘এস/ও সত্যমুর্তি’, ‘না পেরু সুরি’, ‘নাল্লু ইন্ডিয়া’র মতো দক্ষিণী ছবির হিন্দি ডাবিংয়ের ক্ষেত্রে তেলুগু অভিনেতা অল্লু অর্জুনের কণ্ঠ দেন সঙ্কেত। ‘থুপাক্কি’ ও ‘বিজয় দ্য মাস্টার’ ছবির হিন্দি ডাবিংয়ের সময় বিজয় থালাপাতির কণ্ঠ দেন সঙ্কেত। ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। এ ছবির হিন্দি ডাবিংয়ে যশের নেপথ্যকণ্ঠ ছিলেন সঙ্কেত।

Sanket-Mhatre-voice-artist-newsasia24 2

আরও পড়ুন: 

তামিল, তেলুগু, মারাঠি ছবির পাশাপাশি হলিউড ছবিতেও কণ্ঠ দেন সঙ্কেত। ‘ইনগ্লোরিয়াস বাসটার্ডস’, ‘ডেডপুল’, ‘গ্রিন ল্যান্টার্ন’, ‘দ্য ক্রুডস’, ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স’, ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’ এবং ‘দ্য মার্শিয়ান’সহ নানা ইংরেজি ছবিতেও কন্ঠ দেন তিনি।

‘ছোটা ভীম’ কার্টুনের জগ্গু হোক বা ‘দ্য লিজেন্ড অব হনুমান’ কার্টুনের রাম— নেপথ্যকণ্ঠ হিসাবে শোনা গেছে তাকেই। ‘নারুটো’, ‘বেব্লেড: মেটাল ফিউসন’, ‘ডিডেক্টিভ পিকাচু’তেও বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেন সঙ্কেত।

জানা গেছে, প্রতিটি কাজের জন্য ৫ থেকে ১০ লাখ টাকা পারিশ্রমিক নেন সঙ্কেত। তার বার্ষিক আয় আনুমানিক তিন কোটি টাকা।

বর্তমানে বিভিন্ন জায়গায় ‘ভয়েস ডাবিং’ প্রশিক্ষণ দেন সঙ্কেত।

google news newsasia24

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক: সাংবাদিকদের সঙ্গে চলমান দ্বন্দ্বের অবসান ঘটনোর জন্য অবশেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন তানজিন তিশা।

আজ(২৫নভেম্বর) দুপুরে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

tanjin-trisha-press-brifing-newsasia24

তানজিন তিশা বলেন, আমি তানজিন তিশা কয়েকদিন আগে হসপিটালে ছিলাম। বাসায় ফেরার পর দেখলাম কিছু নিউজ পোর্টাল আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করেছে।

এমন সময় সাংবাদিক তামিম যার সঙ্গে আমার পূর্বপরিচয় নেই সে আমাকে এমন একটা টেক্সট করে যা আমার কাছে যৌক্তিক মনে হয়নি।

আমি ভাবতেই পারিনি এসময় আমাকে কেউ এমন একটা টেক্সট করতে পারে ।

তিনি বলেন, আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে বলি টেক্সট এর বিষয় নিয়ে নিউজ করলে আমি তার সর্বোচ্চ ব্যবস্থা নেব ।

তার সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি আমি জানি তা সঠিত নয়। আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি এবং এখনো করছি।

তিশা বলেন, এর মধ্যে আমার ফোন-রেকর্ড আমার অনুমতি ছাড়া প্রচার করা হলে তা শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যায় এবং প্রতিবাদ করে—যা খুবই যৌক্তিক।

তবে আমাকে এবং আমার পরিবারকে নিয়ে অনেকেই অসত্য, মনগড়া সংবাদ সোশাল মিডিয়ায় লেখেন যা একজন নারীর জন্য অনেক অসম্মানজনক।

তানজিন তিশা আরও বলেন, এসব দেখে আমি ডিবি ডিএমপিতে অভিযোগ করতে আসি।

সেখানে গণমাধ্যমের পক্ষ থেকে আমাকে প্রশ্ন করা হলে আমি তামিমের নাম নিই এবং তামিমের সঙ্গে প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি, যা উদ্দেশ্যমূলক ছিল না। সে জন্য আমি প্রতিষ্ঠানের কাছে দুঃখ প্রকাশ করছি।

আরও পড়ুন:

‘আমাদের মাঝে সকল ভুল বোঝাবুঝির অবসান হয়েছে’ জানিয়ে তিশা বলেন, আমি পুলিশের কাছে করা অভিযোগ তুলে নিচ্ছি। তবে যারা আমার এবং আমার পরিবারকে ঘিরে অসত্য ও অসম্মানজনক নিউজ প্রকাশ করেছেন তারাও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং নিউজ গুলো সরিয়ে নেবেন—সেটাও আমি প্রত্যাশা করি।

সবশেষে তানজিন তিশা মূলধারার সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা প্রতিহত করতে’ তারা শিল্পীদের পাশে থাকবেন।

google news newsasia24

নোবেল ও আরশির বিয়ে

লিমা পারভীন: গায়ক নোবেল কদিন আগে ফেসবুকে বিয়ের খবর হালনাগাদ করেন।

সেখানে তিনি জানান ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

তবে নোবেলের বর্তমান স্ত্রী সালসাবিল জানান নোবেল মেয়েটিকে তুলে এনেছে।

nobel,arshi

নোবেল যখন ফেসবুকে ছবি পোস্ট করেন তখন খুলনায় বসে আরশির স্বামী নাদিম মাহমুদ বিশ্বাস করতে পারেননি যে সেটা আসলে আরশি।

আরও পড়ুন>>পশুপ্রেমের গল্পে হিরণের নতুন সিনেমা ‌‘দ্য পাপ্পি’

কেননা কদিন আগে থেকেই আরশির ফেসবুক দেখছিলেন সেখানে তাকে নিয়েই রিলস দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন।

হঠাৎ করে আরশির চেইঞ্জ দেখেন নাদিম।

এরপর নোবেলের ঢাকার বাসায় যান নাদিম। সঙ্গে ছিলেন আরশির বাবা, আপন ভাই, নাদিমের দুলাভাই।

সেখানে গিয়ে দেখেন আরশি ও নোবেল নেশা করছেন। এসব কথা গত রাতে লাইভে জানিয়েছেন আরশি নিজেই।

ফেসবুক লাইভে বলেন, আমি আরশিকে ফেরত আনতে গিয়েছিলাম। সে আমাকে স্বামী হিসেবে সরাসরি অস্বীকার করে, সে আমার সঙ্গে আসতে চায়নি।

কথা বলার এক পর্যায়ে নাদিম আহমেদ কেঁদে ফেলেন। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না জানিয়ে ফেসবুক লাইভে দর্শকদের নিকট মন্তব্যের ঘরে পরামর্শ চান।

লাইভের শুরুতেই নাদিম বলেন, আমার সঙ্গে কী ঘটে গেছে আমি জানি। এটা আমার লাইফের পেইনফুল একটা ঘটনা।

আমাদের ভালোবাসার সংসার ছিল, সবকিছু ভালো চলছিল। হঠাৎ করেই চলে গেল।

পরে হুট করে দেখি বাংলাদেশের সিঙ্গার নোবেলের সঙ্গে বিয়ের স্ট্যাটাস দিয়েছে। আমি প্রথমে মানতে পারছিলাম না এটা আরশি। আমার জন্য ব্যাপারটা খুব ইমোশনাল।

তিনি বলেন, আমার একটাই কথা আমার ওয়াইফকে কিন্তু আমি ছাড়িনি, আমি ডিভোর্স দেইনি। সেটা সে অবস্থায় আছে। আমি চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনতে।

আমি ফোর্স নিয়ে তার বাসায় গিয়েছি। কিন্তু সে আমার সঙ্গে আসেনি, আমাকে অস্বীকার করেছে।

আরও পড়ুন>>সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: তানজিন তিশা

বুধবার বিকেলে আবার ফেসবুকে ফারজান আরশি জানান, ‘আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার কোন কিছু স্বাভাবিক নেই।

আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি তারপরও আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি ক্লিয়ার করার জন্য।

আমি খুলনায় বিভিন্ন ব্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যাই।

আমার সঙ্গে আমার এক বান্ধবী ও ছিল। ওখানে যাওয়ার পর পরিস্থিতি অন্যরকম হয়ে যায়।

নোবেল তার মায়ের সামনে আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয় এবং জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়।

আমাকে ড্রাগ জোর করে সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে ডেমরা থানায় আমাকে ভয় দেখিয়ে একটা জিডি করায়।

পরে আমার বাবা এবং কাজিন আমাকে উদ্ধার করতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

আমি নোবেলের কথামত ভয়ে পুলিশকেও মিথ্যে বলি তখন আমার শরীরে ড্রাগ পুশ করা ছিল। পরে গোপালগঞ্জ থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে।’

আরও পড়ুন:

এরপরই ফারজান আরশি লেখেন, ‘নোবেল জোর করে নেশা করিয়ে আমাকে দিয়ে উক্ত ছবিগুলা তুলেছে। নোবেলের সঙ্গে আমার কোনো প্রকার বিয়ে হয়নি এবং কোন সম্পর্ক ও নেই।

আমি পরিবেশ এবং পরিস্থিতির স্বীকার।’

google-news-follow-us-newsasia24

গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

পশুপ্রেমের গল্পে হিরণের নতুন সিনেমা ‌‘দ্য পাপ্পি’

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: চলতি বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল আবু তাওহীদ হিরণ পরিচালিত প্রথম সিনেমা ‘আদম’। সিনেমাহল এবং সিনেপ্লেকগুলোতে বেশ দর্শক সাড়া পেয়েছিল সিনেমাটি।

এরপর নির্মাণ করেন দ্বিতীয় সিনেমা ‘রং রোড- অধ্যায় আদুরী’। যেটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এরই মধ্যে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা আবু তাওহীদ হিরণ। সিনেমার নাম ‌‘দ্য পাপ্পি’।

একটি স্তন্যপায়ী প্রাণী তথা কুকুকের আবেগ ও অনুভূতি এবং মানুষের পশু-প্রাণী প্রেমের গল্পে নির্মিত হচ্ছে এটি। এর গল্প লিখেছেন নির্মাতা আবু তাওহীদ হিরণ নিজেই।

সিনেমাতে অভিনয় করছেন নতুন ও পুরাতন একঝাঁক শিল্পী। পোস্টার ও ট্রেইলার প্রকাশের মাধ্যমে শিল্পীদের নাম ও চরিত্র পরিচয় প্রকাশ করবেন জানালেন নির্মাতা।

আরও পড়ুন: 

পরিচালক হিরণ বলেন, আমার ‘আদম’ যারা দেখেছেন তারা জানেন আমি একটু অন্য ঘরানার সিনেমা বানাতে চাই। এবারের গল্পটাও একটু ভিন্নধর্মী। একটি কুকুরকে কেন্দ্র করে গল্প। আপাতত এতটুকুই জানাচ্ছি।

এর আগে, আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে চলচ্চিত্র ‘আদম’ নির্মাণ করেছিলেন হিরণ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য প্রমুখ।

google news newsasia24

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: তানজিন তিশা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

আজ (২০নভেম্বর) সোমবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

তিশা বলেন, লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। এজন্য ডিবি কার্যালয়ে এসেছি।

tanjin trisha 2

আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা শোবিজ ইন্ডাস্ট্রিসহ সব প্লাটফর্মের যারা বিপদে পড়ি, বিশেষ করে যারা সাইবার বুলিং বা হেরাজমেন্টের শিকার হই, তারা এখানে আসেন, হারুন স্যারের হেল্প নেন। আমিও তার ব্যতিক্রম নই।

এই অভিনেত্রী বলেন, আমি যদি স্ট্যাটাস দিয়ে কোনো বিষয় স্পষ্ট করতে চাই, তাহলে আমিও হেরাজমেন্টের শিকার হচ্ছি।

এ জন্য আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে আমি সহযোগিতা পাবো। তাদের সহযোগিতায় আপনাদেরকে বিষয়টি কিছুটা স্পষ্ট করতে পারব। এ কারণেই আজকে আমার ডিবি কার্যালয়ে আসা।

কয়েকদিন আগেই তিশার আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সময় গুঞ্জন উঠে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী। পরে অবশ্য এ কথা অস্বীকার করেন।

এ ঘটনায় তিশার কাছে বিষয়টি জানতে চাইলে সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। একই সঙ্গে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ‘দেখে নেবেন’ বলেও জানান অভিনেত্রী তিশা।

সাংবাদিকদের হুমকি দেওয়ায় বিষয়টি নিয়ে দেশের বিনোদন সাংবাদিকসহ বিভিন্ন সচেতন মহল প্রতিবাদ জানালে ক্ষমা চান তিশা।

আরও পড়ুন:

 এসব ঘটনা নিয়ে সমালোচনার মাঝে রবিববর (১৯ নভেম্বর) রাতে হঠাৎ করেই তিশার পুরোনো একটি ফোনালাপ ফাঁস হয় সোশ্যালে। এর আগে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিশা।

যদিও বেশি দিন টিকেনি ওই সম্পর্ক। তখন হাবিবের সঙ্গে সম্পর্ক নিয়ে গায়কের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী। আর ওই ফোনালাপটি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

আ’লীগের মনোনয়ন সংগ্রহে এক ঝাঁক তারকা

বিনোদন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

এবার আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া নিয়ে এক ঝাঁক তারকার নাম শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এসব নাম উঠে আসছে।

এদের মধ্যে চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়ক ফেরদৌস হোসেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের নাম শোনা যাচ্ছে। এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

opu-monoyon-newsasia24

এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অপু বিশ্বাস। তবে তিনি প্রার্থী হননি।

এবার আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, এবার প্রার্থী হওয়ার সুযোগ পেলে অবশ্যই নির্বাচনের মাঠে নামবেন তিনি এবং তা অবশ্যই নৌকা প্রতীকে।

আরও পড়ুন: 

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক, এই কামনাই আমার থাকবে। আমি মনেপ্রাণে চাইব আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ আমাদের যে উন্নয়ন করেছে, এটার বিকল্প আর কিছু নেই। আমাদের প্রধানমন্ত্রী, তিনি আসলেই মা।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণী শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছেন।

এ বছর ২৭ ক্যাটাগরিতে মোট ৩২টি পুরস্কার দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

colocitro puroshkar

শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনাকে (রওশন আর রোজিনা)।

শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুচিন্ত্য চৌধুরী (চঞ্চল চৌধুরী)। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

আর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমার জন্য তারা এ পুরস্কার পেয়েছেন।

শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন। ‘শিমু’ চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কারটি পেয়েছেন।

এছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান, শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা করিম (আফসানা মিমি)। ‘পরাণ’ ও ‘পাপ-পুণ্য’র জন্য তারা এ সম্মানে ভূষিত হয়েছেন।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এস. এম. কামরুল আহসানের ‘ঘরে ফেরা’। আর শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।

খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুভাশিষ ভৌমিক, ‘দেশান্তর’ সিনেমার জন্য। আর শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে পুরস্কার পেয়েছেন সাইফুল ইমাম (দিপু ইমাম), ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য।

যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছে যথাক্রমে ‘রোহিঙ্গা’ ও ‘বীরত্ব’ সিনেমার জন্য বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক মাহমুদুল ইসলাশ খান (রিপন খান), ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের জন্য।

শ্রেষ্ঠ গায়ক শুভাশীষ মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার)। ‘অপারেশন সুন্দরবন’-এ ‘এ মন ভিজে যায়…’ গানের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন আতিয়া আক্তার আনিসা। শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম জীবন ও শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন।

আরও পড়ুন:

আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

তিশার মেয়ে ইলহামের সিনেমায় অভিষেক

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মেয়ে ইলহামের সিনেমায় অভিষেক হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বাস্তব জীবনের প্রেমের গল্পে আবর্তিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায়।

trisha

তাদের আসল জীবনের নানান চড়াই-উতরাইয়ের গল্প মিশে আছে এতে।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার অভিনয়েও নাম লিখিয়েছেন ফারুকী।

গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তিশা। শুধু তা-ই নয়, এ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে তাদের কন্যাসন্তান ইলহামকেও।

প্রকাশিত ‘জোছনার ফুল’ গানে সামনে এলো ইলহাম।

বুধবার (৮ নভেম্বর) প্রকাশ্যে এসেছে গানটি। এর কথা লিখেছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। সুর করেছেন সুমি-পাভেল দুজন মিলেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র এ গান শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘আমি জানি না আমার অনুভূতি গুছিয়ে লিখতে পারব কি না।

কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়ারেন্স এই মিউজিক ভিডিওতে।’

গানটি নিজের ভেরিফায়েড প্রোফাইলে শেয়ার করেছেন নুসরাত ইমরোজ তিশাও। তিনি লিখেছেন, “একজন মায়ের চিঠি তার সন্তানের কাছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় এসে গেছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির প্রথম গান।”

চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে দুটি সিনেমা পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

আকাশে ডানা মেলেছে মিমি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ভক্ত-অনুরাগীদের রীতিমতো চমকে দিয়েছেন।

এবার তিনি উড়ে দেখিয়েছিন তার দর্শকদের।

মিমি প্লেন থেকে ঝাঁপ দিয়েছেন! সেই পোস্ট দেখে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

এমন দুঃসাহসিক কাজ করেছেন কোথায় এ নায়িকা-তাও সবিস্তারে জানালেন তিনি।

পূজায় মুক্তি পেয়েছে তার সিনেমা ‘রক্তবীজ’।

সিনেমাটি দিয়ে দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন তিনি। বক্স অফিসেও তার প্রভাব পড়েছে।

মিমি পূজা কাটিয়েছেন কলকাতায়। কিন্তু তারপরেই তিনি ছুটি কাটাতে দুবাই ভ্রমণে গিয়েছেন।

ফ্রী হলেই ঘুরতে যেতে পছন্দ করেন এই অভিনেত্রী। বিগত কয়েকদিন দুবাইয়ে ছুটি কাটানোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পোস্ট করেছেন।

কিছু ভিডিও দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন মিমি। এবার মিমি তার নিজের এক সুপ্ত ইচ্ছে পূরণ করলেন। আসলে দুবাইয়ে স্কাই ডাইভিং করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন:

অর্থাৎ প্লেন থেকে ঝাঁপ দিয়েছেন মিমি। সেই দৃশ্য তিনি ভাগ করেছেন সবার সঙ্গে। এমন ছবি পোস্ট করে মিমি লিখেছেন, ‘অনেক দিনের এক ইচ্ছা পূরণ হলো।

গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার প্রথম হিন্দি সিনেমা ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এটিও দর্শকরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন