বিনোদন ডেস্ক: এবার বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি উদযাপন করে আলোচনার জন্ম দিলেন এই নায়িকা।
ভালোবেসে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। সে সংসার বেশি দিন টিকেনি। মাত্র ২ বছরের মাথায় অর্থাৎ ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর আলাদা হয়ে যান তারা।
গতকাল (১৭ সেপ্টেম্বর) এ তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের এক বছর পূর্ণ হয়। এ উপলক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমণি।
একটি ছবি প্রকাশ করেন পরীমণি। তাতে দেখা যায়, পুত্র ও কন্যাকে কোলে নিয়ে হাসিমাখা মুখে ফ্রেমবন্দি হয়েছেন। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে।
আরও পড়ুন:
-
রাত ২ টায় ভয়াবহ ঘটনার মুখোমুখি মধুমিতা
-
হঠাৎ পর্দার হাসিনাকে আর কোথাও দেখা যাচ্ছে না
-
খোদার কসম এটা মুক্তি পাওয়ার পরে তোমরা ভাইবো না আমি আগেই জানতাম
এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।’
এরপর নিজের দুই সন্তানের কথা উল্লেখ করে এ চিত্রনায়িকা লিখেন, ‘আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোঁব দেখিস।’
এক বছর আগে রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘটনা উল্লেখ করে পরীমণি লেখেন, ‘আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা!
কিন্তু দেখ, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!’
সবশেষে বিবাহবিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করে পরীমণি লেখেন, ‘শুকরিয়া। আমরা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’
প্রসঙ্গত, সম্প্রতি একটি কন্যা সন্তান দত্তক নেন পরীমণি। বর্তমানে ছেলে-মেয়ে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই জীবন পার করছেন তিনি।