শিরোনাম

বিনোদন

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: তানজিন তিশা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

আজ (২০নভেম্বর) সোমবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

তিশা বলেন, লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। এজন্য ডিবি কার্যালয়ে এসেছি।

tanjin trisha 2

আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা শোবিজ ইন্ডাস্ট্রিসহ সব প্লাটফর্মের যারা বিপদে পড়ি, বিশেষ করে যারা সাইবার বুলিং বা হেরাজমেন্টের শিকার হই, তারা এখানে আসেন, হারুন স্যারের হেল্প নেন। আমিও তার ব্যতিক্রম নই।

এই অভিনেত্রী বলেন, আমি যদি স্ট্যাটাস দিয়ে কোনো বিষয় স্পষ্ট করতে চাই, তাহলে আমিও হেরাজমেন্টের শিকার হচ্ছি।

এ জন্য আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে আমি সহযোগিতা পাবো। তাদের সহযোগিতায় আপনাদেরকে বিষয়টি কিছুটা স্পষ্ট করতে পারব। এ কারণেই আজকে আমার ডিবি কার্যালয়ে আসা।

কয়েকদিন আগেই তিশার আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সময় গুঞ্জন উঠে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী। পরে অবশ্য এ কথা অস্বীকার করেন।

এ ঘটনায় তিশার কাছে বিষয়টি জানতে চাইলে সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। একই সঙ্গে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ‘দেখে নেবেন’ বলেও জানান অভিনেত্রী তিশা।

সাংবাদিকদের হুমকি দেওয়ায় বিষয়টি নিয়ে দেশের বিনোদন সাংবাদিকসহ বিভিন্ন সচেতন মহল প্রতিবাদ জানালে ক্ষমা চান তিশা।

আরও পড়ুন:

 এসব ঘটনা নিয়ে সমালোচনার মাঝে রবিববর (১৯ নভেম্বর) রাতে হঠাৎ করেই তিশার পুরোনো একটি ফোনালাপ ফাঁস হয় সোশ্যালে। এর আগে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিশা।

যদিও বেশি দিন টিকেনি ওই সম্পর্ক। তখন হাবিবের সঙ্গে সম্পর্ক নিয়ে গায়কের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী। আর ওই ফোনালাপটি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

আ’লীগের মনোনয়ন সংগ্রহে এক ঝাঁক তারকা

বিনোদন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

এবার আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া নিয়ে এক ঝাঁক তারকার নাম শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এসব নাম উঠে আসছে।

এদের মধ্যে চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়ক ফেরদৌস হোসেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের নাম শোনা যাচ্ছে। এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

opu-monoyon-newsasia24

এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অপু বিশ্বাস। তবে তিনি প্রার্থী হননি।

এবার আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, এবার প্রার্থী হওয়ার সুযোগ পেলে অবশ্যই নির্বাচনের মাঠে নামবেন তিনি এবং তা অবশ্যই নৌকা প্রতীকে।

আরও পড়ুন: 

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক, এই কামনাই আমার থাকবে। আমি মনেপ্রাণে চাইব আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ আমাদের যে উন্নয়ন করেছে, এটার বিকল্প আর কিছু নেই। আমাদের প্রধানমন্ত্রী, তিনি আসলেই মা।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণী শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছেন।

এ বছর ২৭ ক্যাটাগরিতে মোট ৩২টি পুরস্কার দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

colocitro puroshkar

শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনাকে (রওশন আর রোজিনা)।

শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুচিন্ত্য চৌধুরী (চঞ্চল চৌধুরী)। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

আর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমার জন্য তারা এ পুরস্কার পেয়েছেন।

শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন। ‘শিমু’ চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কারটি পেয়েছেন।

এছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান, শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা করিম (আফসানা মিমি)। ‘পরাণ’ ও ‘পাপ-পুণ্য’র জন্য তারা এ সম্মানে ভূষিত হয়েছেন।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এস. এম. কামরুল আহসানের ‘ঘরে ফেরা’। আর শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।

খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুভাশিষ ভৌমিক, ‘দেশান্তর’ সিনেমার জন্য। আর শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে পুরস্কার পেয়েছেন সাইফুল ইমাম (দিপু ইমাম), ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য।

যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছে যথাক্রমে ‘রোহিঙ্গা’ ও ‘বীরত্ব’ সিনেমার জন্য বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক মাহমুদুল ইসলাশ খান (রিপন খান), ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের জন্য।

শ্রেষ্ঠ গায়ক শুভাশীষ মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার)। ‘অপারেশন সুন্দরবন’-এ ‘এ মন ভিজে যায়…’ গানের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন আতিয়া আক্তার আনিসা। শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম জীবন ও শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন।

আরও পড়ুন:

আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

তিশার মেয়ে ইলহামের সিনেমায় অভিষেক

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মেয়ে ইলহামের সিনেমায় অভিষেক হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বাস্তব জীবনের প্রেমের গল্পে আবর্তিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায়।

trisha

তাদের আসল জীবনের নানান চড়াই-উতরাইয়ের গল্প মিশে আছে এতে।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার অভিনয়েও নাম লিখিয়েছেন ফারুকী।

গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তিশা। শুধু তা-ই নয়, এ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে তাদের কন্যাসন্তান ইলহামকেও।

প্রকাশিত ‘জোছনার ফুল’ গানে সামনে এলো ইলহাম।

বুধবার (৮ নভেম্বর) প্রকাশ্যে এসেছে গানটি। এর কথা লিখেছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। সুর করেছেন সুমি-পাভেল দুজন মিলেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র এ গান শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘আমি জানি না আমার অনুভূতি গুছিয়ে লিখতে পারব কি না।

কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়ারেন্স এই মিউজিক ভিডিওতে।’

গানটি নিজের ভেরিফায়েড প্রোফাইলে শেয়ার করেছেন নুসরাত ইমরোজ তিশাও। তিনি লিখেছেন, “একজন মায়ের চিঠি তার সন্তানের কাছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় এসে গেছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির প্রথম গান।”

চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে দুটি সিনেমা পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

আকাশে ডানা মেলেছে মিমি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ভক্ত-অনুরাগীদের রীতিমতো চমকে দিয়েছেন।

এবার তিনি উড়ে দেখিয়েছিন তার দর্শকদের।

মিমি প্লেন থেকে ঝাঁপ দিয়েছেন! সেই পোস্ট দেখে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

এমন দুঃসাহসিক কাজ করেছেন কোথায় এ নায়িকা-তাও সবিস্তারে জানালেন তিনি।

পূজায় মুক্তি পেয়েছে তার সিনেমা ‘রক্তবীজ’।

সিনেমাটি দিয়ে দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন তিনি। বক্স অফিসেও তার প্রভাব পড়েছে।

মিমি পূজা কাটিয়েছেন কলকাতায়। কিন্তু তারপরেই তিনি ছুটি কাটাতে দুবাই ভ্রমণে গিয়েছেন।

ফ্রী হলেই ঘুরতে যেতে পছন্দ করেন এই অভিনেত্রী। বিগত কয়েকদিন দুবাইয়ে ছুটি কাটানোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পোস্ট করেছেন।

কিছু ভিডিও দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন মিমি। এবার মিমি তার নিজের এক সুপ্ত ইচ্ছে পূরণ করলেন। আসলে দুবাইয়ে স্কাই ডাইভিং করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন:

অর্থাৎ প্লেন থেকে ঝাঁপ দিয়েছেন মিমি। সেই দৃশ্য তিনি ভাগ করেছেন সবার সঙ্গে। এমন ছবি পোস্ট করে মিমি লিখেছেন, ‘অনেক দিনের এক ইচ্ছা পূরণ হলো।

গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার প্রথম হিন্দি সিনেমা ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এটিও দর্শকরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন

ছেলের ভিডিও বার্তায় মিঠুনের চোখে জল

নিউজ এশিয়া ২৪ ডেস্ক: ছেলের আবেগপ্রবণ ভিডিও বার্তায় মিঠুন চক্রবর্তীর চোখে জল এসেছে।

টালিউড ও বলিউডের অভিনেতা মিঠুন চক্রবর্তী কয়েক দশক ধরেই ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করেছেন।

জনপ্রিয় এ অভিনেতা বাংলাদেশেও বেশ প্রিয়। অভিনয় দিয়ে তিনি ‘শক্তিমান’ অভিনেতার তকমাও লাভ করেছেন।

mithun

কেউ বা আবার তাকে ‘মহাগুরু’ বলেও সম্বোধন করেন।

সম্প্রতি জি-বাংলার ডান্স বাংলা ডান্সে মহাগুরুর আসনে বসেছিলেন মিঠুন।

এরপরই বিরতি না নিয়ে এই অভিনেতাকে বিশেষ ভূমিকায় দেখা যাচ্ছে সারেগামাপাতে।

রবিবারে (৫ নভেম্বর) সেই শোয়ের একটি পর্বের প্রোমোর দেখা যায়।

সেখানে অভিনেতার ছেলে নমশি চক্রবর্তীর একটি আবেগপ্রবণ ভিডিও বার্তা দেখা যায়।

ভিডিও এর মেসেজেটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন মিঠুন।

ভিডিওতে নমশি বলেন, আমি আমার বাবা-মায়ের খুব ভালো বন্ধু। আমরা তাকে পাপা বলি না, বাড়িতে মিঠুন বলে ডাকি।

কিছু চাওয়ার আগেই তিনি আমাদের সবকিছু দিয়েছেন।

একদিন আমি মা-কে বলছিলাম যে আমরা জীবনে অনেক কিছু পেয়েছি এবং এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়নি।

আরও পড়ুন:

কারণ আমরা একজন সুপারস্টারের ঘরে জন্মেছি। এখন ওনার বয়স ৭৩ বছর।

তিনি তার প্রত্যেকটা সিনেমা সততার সঙ্গে করেছেন। তার ক্যারিয়ার পরামর্শ হল যে, সর্বদা নিজের ১০০ ভাগ দিয়ে কাজ কর।

তিনি আরও বলেন, ২০০০ সাল, এমন একটা সময় ছিল যখন তার সিনেমাগুলো তেমন একটা জনপ্রিয়তা পায়নি।

তার ৪৫ বছরের ক্যারিয়ার, তিনি করোনা মহামারির দুই বছর ছাড়া আর কখনো ঘরে বসে থাকেননি।

তিনি সবসময় কাজ করে গিয়েছেন। তার স্টারডম কোনোদিনই ছেড়ে যায়নি। পর্দার বাইরেও তিনি আমার হিরো। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ বাবা।

দেব অভিনীত ও প্রযোজিত ‘প্রজাপতি’তে শেষবার দেখা যায় বর্ষীয়ান এই অভিনেতাকে।

এরপর পরিচালক সুমন ঘোষের আগামী সিনেমা ‘কাবুলিওয়ালা’র চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।

২০১২ সালে ‘নোবেল চোর’ সিনেমায় একসঙ্গে কাজ করেন এ পরিচালক-অভিনেতা জুটি।

হুমায়রা হিমু জুয়ায় আসক্ত ছিলেন: র‌্যাব (ভিডিও)

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  হুমায়রা হিমু জুয়ায় আসক্ত ছিলেন এবং তার প্রেমিক রাফির সামনেই গলায় দরি দিয়ে আত্মহত্যা করেন।

বিস্তারিত ভিডিওতে দেখুন……

https://youtu.be/FrZueFSpWw4

হিমুর কথিত প্রেমিক রাফি গ্রেফতার

নিউজ এশিয়া ২৪ ডেস্ক: হুমায়রা হিমু। ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। তার মৃত্যু নিয়ে রয়েছে নানা রহস্য।

সেই রহস্য খুজতেই হিমুর কথিত প্রেমিক, যার সাথে সাথে হিমুর বিয়ের কথাবার্তা চলছিল সেই প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে গ্রেফ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (৩ নভেম্বর) তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, হিমুর সাথে তার বয়ফ্রেন্ড রাফির বিয়ের কথাবার্তা চলছিল।

humaira-himu-rafi-arrest-newsasia24 2
অভিনেত্রী হুমায়রা হিমুর প্রেমিক রাফি

তবে বেশ কয়েকদিন যাবৎ হিমুর সঙ্গে রাফির ঝগড়াও হয়েছে।

সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, হাসপাতালে অসুস্থ হিমুকে ফেলে রাফি পালিয়ে যায়।

আরও পড়ুন: 

পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হিমুর মৃত্যুর রহস্য রহস্য উদঘাটন করা হবে।

হিমু উত্তরার ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে তার নিজ বাসায় থাকতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পায়।

জাতীয় পুরস্কার পাচ্ছে আতিয়া আনিসা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এ বছর জাতীয় পুরস্কার পাচ্ছে আতিয়া আনিসা

কণ্ঠশিল্পী আতিয়া আনিসা বলেন, আমি জাতীয় পুরস্কার পেয়েছি এখনও বিশ্বাস হচ্ছে না।

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন গায়িকা আতিয়া আনিসা।

atia anisha

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় এই গায়িকা তার ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে পুরস্কার বিজয়ীদের ঘোষণা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

পুরস্কার প্রাপ্তির ঘোষণায় ঘটনাটি বিশ্বাস করতে পারছেন না বলে জানান আনিসা।

আতিয়া আনিসা, ‘আমি তো এখনও বিশ্বাসই করতে পারছি না যে এতো তাড়াতাড়ি এত বড় রাষ্ট্রীয় সম্মান পাব। এই খবর শোনার পর আমি স্তব্ধ হয়েছিলাম।’

আতিয়া আনিসা আরও বলেন, এটা আমার জন্য অনেক বেশি আনন্দের। আমার বাবা-মা সবাই ভীষণ খুশি।

আরও পড়ুন:

আমি যখন মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলাম সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমার বাবা বলেছিলেন আমি নাকি জাতীয় পর্যায়ে পুরস্কার পাব। আমার বিশ্বাস না হলেও বাবার কথাই অবশেষে সত্যি হলো।

গানটির সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা এবং জুরি বোর্ডের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। সবার কাছে অনেক দোয়া চাই যেন অনেকদূর যেতে পারি।

 

বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আতিফ আসলামের কনসার্টে ভক্তরা হঠাৎ টাকা ছুড়লেন।

অনেকেই কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা ঘটায়। আবার ফুল ছুড়ে ভালোবাসা ও জানায়। এ নিয়ে শিল্পীরা বিরক্ত হন অথবা ভালোবাসা জানান।

atif ahsan

তবে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঘটনাটা একটু ভিন্ন রকম।

আতিফ আসলাম যুক্তরাষ্ট্রের মঞ্চে পারফর্ম করছিলেন । একজন ভক্ত তার ওপর বৃষ্টির মতো টাকার বর্ষণ শুরু করেন।

তবে, গায়ক এতে মোটেও রাগ করেনি। বরং যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে ইন্টারনেটে সবার মন জয় করেছেন তিনি।

ওই ভক্ত মঞ্চে টাকা ছিটানো শুরু করলে আতিফ আসলাম তখনি গান বন্ধ করে দেন। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন।

তাকে বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’

আরও পড়ুন:

ফাইজি নামে এক এক্স ব্যবহারকারী সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ে দিওনা, এটা শুধু টাকার অসম্মান।’

ভিডিওটি এরই মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি দেখা হয়েছে।