শিরোনাম

বিনোদন

আইয়ুব বাচ্চুর আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ‘এই রূপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে বহুদূরে’- এ গান গেয়েছিলেন রকস্টার আইয়ুব বাচ্চু।

গানের কথাগুলোকে সত্য করে পাঁচ বছর আগে এই দিনে তিনি মৃত্যু বরণ করেন।

২০১৮ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই কিংবদন্তি। ওপারে চলে গেলেও এপারে রেখে গেছেন এক সংগীত জীবন। যেখানে রয়েছে অসংখ্য কালজয়ী গান, জাদুকরি গিটারের সুর।

aiob-bachcu.jpg October 18, 2023 21 KB 600 by 300 pixels

 

বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে যে ক’জন আজন্ম ভূমিকা রাখবে তার মধ্যে অন্যতম হল আইয়ুব বাচ্চু। তাকে স্মরণ করে পরিবারের পক্ষ থেকে দিনটিতে থাকছে বিশেষ আয়োজন।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ।

১৯৭৭ সালে কলেজে পড়ার সময় কুমার বিশ্বজিৎকে নিয়ে ‘আগলি বয়েজ’-এ লিড গিটারিস্ট হিসেবে কাজ শুরু করেন তিনি।

তার অন্যতম এ্যালবাম গুলো হলো, ‘সুখ’ (১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘ফেরারি মন’ (১৯৯৬), ‘আমাদের’ (১৯৯৮), ‘বিস্ময়’ (১৯৯৮), ‘মন চাইলে মন পাবে’ (২০০১), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে নাকি নাই’ (২০০৫), ‘স্পর্শ’ (২০০৮), ‘যুদ্ধ’ (২০১২), ‘রাখে আল্লাহ মারে কে’ (২০১৬)।

আরও পড়ুন:

আইয়ুব বাচ্চুর গাওয়া গানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘চলো বদলে যাই’। এর কথা ও সুর তারই।

শ্রোতাপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে ‘শেষ চিঠি কেমন এমন চিঠি’, ‘ঘুম ভাঙা শহরে’, ‘হকার’, ‘সুখ’, ‘রুপালি গিটার’, ‘গতকাল রাতে’, ‘তারা ভরা রাতে’, ‘এখন অনেক রাত’ ইত্যাদি।

দীর্ঘ কয়েক বছর অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন আইয়ুব বাচ্চু।

চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন উরফি!

নিউজ এশিয়া২৪ ডেস্ক: উরফি জাভেদ। কখনও খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন, কখনও আবার বিতর্কিত মন্তব্যে আলোচনার সৃষ্টি করেন। এবার অলোচনায় আসলেন তার বিয়ের খবর নিয়ে। চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন উরফি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উরফির বিয়ের সাজের ছবি। ভাইরাল সেই ছবিতে, উরফিকে এক যুবকের সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে।

urmi-jabed-marride-newsasia24

সামনে যজ্ঞকুণ্ড, আর তাতে আগুন জ্বলছে। পুরোহিত মন্ত্র বলে চলেছেন। মাথায় ঘোমটা দেওয়া উরফির হাত অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির হাতে। সেখানে প্রথমে ফুল, পরে লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে।

তাতেই মনে করা হচ্ছে, ছোট্ট ওই লাল বাক্সটি আসলে উপঢৌকন, যা দিয়ে ঘরোয়া ভাবেই চুপিসাড়ে বিয়ে সেরে ফেলেছেন তিনি।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি এই মডেল। ছবির পুরুষটিও হয়তো তার বাগদত্তা।

উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন তিনি।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত তিশা

তবে বর্তমানে উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন প্রতিনিয়ত। যা নিয়ে বিস্তর চর্চাও হয় ।

এবার সম্পর্ক ভাঙলো মালাইকার!

সড়ক দুর্ঘটনায় আহত তিশা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তিনি।

জানা যায়, গতকাল রাজশাহীতে স্যুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তিনি। ঢাকায় যাওয়ার পথে একটি ড্রামট্রাক তার গাড়িটিকে ধাক্কা দেয়।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি ফেসবুকে পোস্ট করেন তিশা। তবে, কোথায় এ দুর্ঘটনা ঘটেছে তা সে বিষয়ে কিছু জানাননি।

পোস্টে তিনি বলেন, গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়।

আরও পড়ুন: আমার বয়স অনেক নিচে: হাবু ভাই

কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!

আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।

এবার সম্পর্ক ভাঙলো মালাইকার!

আমার বয়স অনেক নিচে: হাবু ভাই

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’খ্যাত চাষী আলম। ব্যাচেলর তকমা মুছে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই অভিনেতার স্ত্রীর নাম তুলতুল ইসলাম মোহনা। ২৫ আগস্ট গায়েহলুদ ও ২৬ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চাষী আলমের গায়েহলুদ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসার পর এ দম্পতির বয়স নিয়ে জোর চর্চা শুরু হয়। অনেকের দাবি, চাষী আলমের বয়স ৫৬ এবং তার স্ত্রীর বয়স ২১ বছর। বয়সের এ ব্যবধান নিয়ে কয়েক দিন ধরে নানারকম চর্চা চলছে। কথা উঠেছে চাষী আলমের ‘প্রাক্তনের’ প্রসঙ্গ।

অবশেষে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন চাষী আলম। অভিনেতার ভাষ্য, বেশ কিছু নিউজ হয়েছে যেগুলোর শিরোনাম- ‘কাবিলাকে না পেয়ে হাবুকে বিয়ে করলেন তুলতুল’, ‘৫৬ বছর বয়সী হাবুকে বিয়ে করলেন তুলতুল’। এগুলো খুব ফানি নিউজ।

আমাদের যখন কাবিন হয়েছে, তখন আমার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নেওয়া হয়েছিল; একইভাবে আমার স্ত্রীর পরিচয়পত্র ও পাসপোর্ট নেওয়া হয়েছিল। কাবিনের সময়ে গার্ডিয়ানরা দেখেন নাই আমার বয়স কত! নিউজ হচ্ছে, মানুষ মজা নিচ্ছে। মানুষ মজা নিক, অসুবিধা নেই। কারণে এসবের কোনো মূল্য নেই।

আরও পড়ুন: এবার সম্পর্ক ভাঙলো মালাইকার!

আপনার সঠিক বয়স কত? এ প্রশ্নের জবাবে চাষী আলম বলেন, অনেক কম। অনেক (৫৬ বছরের চেয়ে) নিচে।

প্রেম ভাঙার ৩৩ বছর পর বিয়ে করলেন হাবু। এবার আমি একটা হিসাব করি। আমি যখন কলেজে পড়ি, তখন আমার বয়স কম হলেও ১৮ বছর ছিল। ৩৩ আর ১৮ যোগ করলে কত হয়? অথচ ৫৬ কিংবা ৬৬ বছর লিখতেছে।

এবার সম্পর্ক ভাঙলো মালাইকার!

নিউজ এশিয়া বিনোদন ডেস্ক: নানা গুঞ্জনের পর এবার সেই সম্পর্ক ভেঙে গেল অর্জুন আর মালাইকার। এটা নিয়ে নানা গুঞ্জন চলছিল সিনেপাড়ায়। তবে এবরি মুখ মুখলেন মালাইকা নিজেই।

সামাজিকমাধ্যমে তিনি সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। অপরদিকে অর্জুনকেও ইনস্টাগ্রাম থেকে আনফলো করছেন মালাইকা।

ইনস্টাগ্রাম স্টোরিতে মালাইকা লিখেছেন, যারা পাশে থাকার, তারা পাশেই থাকবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস সবসময় রাখতে হবে। সাহসের সঙ্গে নিজের জীবন যাপন করতে হবে।

মালাইকার সাথে সম্পর্কের কথা অর্জুন নাকি ঘনিষ্ঠমহলে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, অর্জুনের জীবনে নাকি নতুন এক নারী এসেছেন। এই নারীর কারণেই মালাইকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে!

আজকাল অর্জুন কাপুরকে অভিনেত্রী কুশা কাপিলার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে। কিছুদিন আগে করণ জোহরের পার্টি থেকেই নাকি অর্জুনের সঙ্গে বন্ধুত্ব কুশার। আর সেই বন্ধুত্ব থেকেই প্রেমের। তবে এই গুঞ্জনকে একেবারেই মেনে নেয়নি অভিনেত্রী কুশা কাপিলা।

আরও পড়ুন: আবারও দাম বাড়বে পেঁয়াজের

গত কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে দূরে রয়েছেন অর্জুন কাপুর। এছাড়াও শোনা যাচ্ছে, যে পার্টিতে মালাইকা যাচ্ছেন, সেই পার্টিতে যাচ্ছেন না অর্জুন। দুজনেই নাকি আলাদা আলাদা থাকছেন!

অর্জুনের থেকে ১০ বছরের ছোট মালাইকা। অসময়ে প্রেম নিয়ে চলছে নানা কথা। তবে এ সবে কান দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা আর অর্জুন। তবে সম্পর্ক ভাঙার বিষয়ে দুজনের কেওই মুখ খুলছেন না।