শিরোনাম

সারাদেশ

বিদেশের জুয়েলারির চাকরি খুইয়ে এখন দেশের কারাগারে সামিয়া

 চট্টগ্রাম প্র্রতিনিধিঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী বিমান যাত্রীর আসনের নিচ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের এই স্বর্ণ উদ্ধারের ঘটনায় নারী যাত্রীকে আটকের পাশাপাশি জব্দ দেখানো হয়েছে বাংলাদেশ এয়ারলাইনসের বিমানটিকেও।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে এই স্বর্ণবার উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ১৮৪) অভিযান পরিচালনা করেন।

অভিযানে আতিয়া সামিয়া নামের এক নারী যাত্রীর আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩৩০ গ্রাম।

আরও পড়ুন: 

এই ঘটনায় ওই নারী যাত্রীকে আটক করার পাশাপাশি জব্দ দেখানো হয়েছে বিমানটিকেও।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন বলেন, “সংযুক্ত আরব আমিরাতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন এই নারী।

দেশেও তিনি অনলাইনে সোনা বিক্রি করেন। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।”

google-news-channel-newsasia24

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট-তামাবিল মহাসড়কের বাঘেরসড়কের দামড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের প্রাইভেটকারে ছাতক উপজেলার ৯ নম্বর ওয়ার্ড পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীসভার ব্যানার পাওয়া গেছে।

ঘটনাস্থলে নিহত দুই জন হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০) ও একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১)। চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমান (২০) নামে অপর একজন মারা যান। আহত একজনের নাম-পরিচয় জানা যায়নি।

সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত দুই জনকে স্থানীয় জনতার সহযোগিতায় উদ্ধার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

আরও পড়ুন:

যশোরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

ভাবির সাথে দেবরের অবৈধ সম্পর্ক; দেখে ফেলায় ভাইকে খুন!

জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি; শমী কায়সার গ্রেপ্তার

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রো—গ ১৩৩৮৫৪ নাম্বারের একটি সাদা রঙের প্রাইভেটকার জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। কয়েকজন মারাত্মকভাবে আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”

google-news-channel-newsasia24

যশোরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় দলীয় প্রতিপক্ষের হামলায় পিয়াল হাসান (২৮) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে তাকে হত্যা করা হয়।

নিহত পিয়াল ও অভিযুক্তরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এই ঘটনা পূর্ব বিরোধের জের হয়েছে বলে জানিয়েছেন যশোরের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।

পিয়াল মোবারকপুর বিশ্বাসপাড়া এলাকার কিতাব আলীর ছেলে। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুনের অনুসারী বলে জানিয়েছে এলাকাবাসী।

এলাকাবাসী জানান, রাজনীতির পাশাপাশি পিয়াল ঝিকরগাছা বাজারে মুরগির ব্যবসা করতেন। গত ৫ আগস্ট বাজারে আধিপত্যে বিস্তার নিয়ে স্থানীয় কাউন্সিলর নুরুজ্জামান বাবুর অনুসারী পৌর ছাত্রদলের সভাপতি শামীম রেজার সঙ্গে তার বিরোধ হয়। সেই বিরোধের জেরে সেদিন কাউন্সিলর বাবু, পৌর ছাত্রদল নেতা শামীম রেজাসহ কয়েকজন পিয়ালের দোকান ভাঙচুর করে।

এর পেক্ষিতে পিয়ালও শামীম রেজার বাবা কামরুলকে পিটিয়ে আহত করেন। ওই ঘটনায় মামলা হয়। পরে তিনি আত্মসমর্পণ করেন। গত বৃহস্পতিবার পিয়াল জামিনে মুক্ত পান। আজ শনিবার পিয়ালের দোকানে আসেন কাউন্সিলর বাবু ও শামীমসহ কয়েকজন। সেখানে নিজ অপরাধের অনুতপ্ত হয়ে শামীম রেজার কাছে ক্ষমা চান পিয়াল। পিয়ালকে ক্ষমা না করে কুপিয়ে আহত করেন শামীম ও তার সহযোগিরা।

আরও পড়ুন:

প্রাণ বাঁচাতে পিয়াল বাজার থেকে পালিয়ে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে আশ্রয় নেন। সেখানে একটি বারান্দায় পিয়ালকে কুপিয়ে পালিয়ে যান কাউন্সিলর বাবু ও শামীমরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পিয়ালের মরদেহ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

নিহতের ছোট ভাই সুমন হাসান বলেন, ‘মুরগি বাজারে গত ৫ আগস্ট পিয়ালের সঙ্গে কাউন্সিলর বাবু ও ছাত্রদল নেতা শামীমদের মধ্যে দ্বন্দ্ব হয়। সেই ঘটনায় মামলা হলে সম্প্রতি কারাভোগ করে তার ভাই জামিনে মুক্ত হন। এরপর শামীমরা আমার ভাইকে হত্যার হুমকি দেয়। আমার ভাইও কয়েক দফা তাদের কাছে ক্ষমা চেয়েও মাফ পেল না। আজ আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে বন্ধ স্কুলে আশ্রয় নিয়েও রক্ষা পাইনি।’

যশোরের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানিয়েছেন, নিহত পিয়ালের নামে ১০টি মামলা রয়েছে। এই হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের পুলিশ চিহ্নিত করতে পেরেছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।’

google-news-channel-newsasia24

মা‌টিরাঙ্গার প্রথম বাঙ্গালী নারী সদস্য মনজিলা

মা‌টিরাঙ্গার (খাগড়াছ‌ড়ি) প্রতি‌নি‌ধিঃ খাগড়াছ‌ড়ি জেলা প‌রিষ‌দে মা‌টিরাঙ্গার প্রথম বাঙ্গালী নারী সদস্য এডভোকেট মনজিলা সুলতানা। তি‌নি মাটিরাঙ্গা ৯নং পৌর ওয়ার্ড মুস‌লিমপাড়া এলাকার আব্দুল মতিনের মেয়ে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে। এ‌তে খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথমবারের মত নারী চেয়ারম্যান হয়ে‌ছেন জিরুনা ত্রিপুরা।

পুনর্গঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের, বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, মাহবুবুল আলম, শেফালিকা ত্রিপুরা, নিটোল মনি চাকমা, ধনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলার প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম (সুমন), জয়া ত্রিপুরা, মহালছড়ি উপজেলার কংজপু মারমা, মানিকছড়ি উপজেলার কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, পানছড়ি উপজেলা থেকে প্রফেসর আবদুল লতিফ।

monjila-sultana-matiranga-newsasia24
এডভোকেট মনজিলা সুলতানা, ছবি: নিউজ এশিয়া২৪

পাঁচ মে‌য়ের ম‌ধ্যে বাবা মা‌য়ের তৃতীয় সন্তান এডভোকেট মনজিলা সুলতানা মাটিরাঙা পাইলট হাই স্কুল থেকে ২০০৮ সালে এসএসসি এবং খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ২০১০ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন।

২০১৮ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হ‌য়ে ২০২৩ সালে খাগড়াছড়ির মাটিরাঙা থেকে প্রথম নারী হিসেবে হাইকোর্টে আইনজীবী হওয়ার গৌরব অর্জন ক‌রেন।

আরও পড়ুুন:

২০২০ সালে তিনি ফেসবুক-ভিত্তিক বিনামূল্যে প্রাথমিক আইনি সহায়তা প্রদানকারী গ্রুপ ‘Know Your Rights – অধিকার জানো’ প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে জনসাধারণকে আইনি পরামর্শ প্রদান করছেন।

শিক্ষাজীবনে তিনি শিক্ষাক্ষেত্রে ভ্যাট বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

গেল জুলাই মা‌সে ফ্যাসিস্টি হা‌সিনা সরকার বি‌রো‌ধি আ‌ন্দোল‌নে আহত ও শহীদ ছাত্রদের পরিবারকে আইনগত সহযোগিতা প্রদান করেন।

ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত ক‌রে মনজিলা ব‌লেন,পাহা‌ড়ে চলমান প্রেক্ষাপ‌টে বিরাজমান প‌রি‌স্থি‌তি‌ ও বৈষম্য কমানো এবং জীবনমান উন্নয়নে কাজ কর‌বেন ব‌লে জানান তি‌নি।

google-news-channel-newsasia24

ভাবির সাথে দেবরের অবৈধ সম্পর্ক; দেখে ফেলায় ভাইকে খুন!

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ভাবির সাথে পরকীয়ার সম্পর্কের বলি হয়েছে প্রবাস ফেরত স্বামী মোঃ উজ্জল মিয়া (৩০)। আর এ হত্যা মামলায় ছোট ভাই ও নিহতের স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত উজ্জল মিয়া (৩০) উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মোঃ রোকমান মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মো.বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

এর আগে বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সিংগাইর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের রোকমান মোল্লার ছেলে ও নিহতের আপন ছোট ভাই ঝন্টু মিয়া (২৪) ও নিহতের স্ত্রী মোসাম্মৎ কাঞ্চন আক্তার মনিরা (২৩) এবং প্রতিবেশি পাশা বিশ্বাসের ছেলে মাসুদ মিয়া (২২)।

পুলিশ জানান, আসামী ছোট ভাই ঝন্টু ও নিহত বড় ভাই উজ্জল মিয়া উভয়েই সিংগাপুর প্রবাসে থাকাকালে আসামী ঝন্টু মোবাইল ফোনে তার ভাবী কাঞ্চন ওরফে মনিরার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এরই মধ্যে ঝন্টু তার ভাইকে সিংগাপুরে রেখে বাড়ীতে এসে ভাবী সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে।

ঘটনার ৯ দিন পূর্বে উজ্জল বাড়ীতে আসলে ঝন্টু ও মনিরার অবৈধ সম্পর্কে বিঘ্ন ঘটে। এরপর আসামিরা পূর্ব-পরিকল্পনা অনুযায়ী ১২ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে স্ত্রী মনিরা স্বামী উজ্জলকে কফির সাথে ঘুমের ওষধ খাওয়ায়ে অচেতন করে। এরপর গলায় গামছা পেঁচিয়ে স্ত্রী মনিরার সহযোগীতায় ছোট ভাই ঝন্টু মিয়া ও প্রতিবেশি ছেলে মাসুদ মিয়া উজ্জল মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন।

আরও পড়ুন:

এরপর মরদেহ গুমের জন্য বাড়ির অদূরে ধলেশ্বরী নদীতে নিয়ে যায় এবং প্লাস্টিকের ড্রামের সাথে বেঁধে নদীর পানিতে ডুবিয়ে দেয়। এর ১৮দিন পর ৩০ অক্টোবর ধলেশ্বরী নদী থেকে উজ্জলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন পুলিশ। পরে এঘটনায় নিহতের বাবা রোকমান মোল্লা বাদি হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেন।

পুলিশ সুপার মো.বশির আহমেদ নিউজ এশিয়া২৪কে জানান, দেবর-ভাবির পরকীয়ার সম্পর্কে স্বামী উজ্জল মিয়া বাঁধা হয়ে দাড়ায়। তাদের পরকীয়ার সম্পর্ক ধরে রাখতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

google-news-channel-newsasia24

বিয়ে করাই খোকসার এই ইঞ্জিনিয়ারের নেশা

খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া: বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের নেশা থাকে। তবে পেশায় ইঞ্জিনিয়ার হলেও নেশা বিয়ে করা। টার্গেট করেন ধনী পরিবারের মেয়েদের। বিভিন্ন লোভ দেখিয়ে, মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ে করেন তিনি। কিছুদিন মিথ্যা সংসার করে পালিয়ে আসেন কথিত সেই ইঞ্জিনিয়ার। । মোবাইল নাম্বার পরিবর্তন করে ফেলেন যাতে পূর্বের স্ত্রীর সাথে যোগাযোগ না থাকে। এছাড়াও স্যোসাল মিডিয়া থেকে ব্লক করে রাখেন পুরাতন স্ত্রীকে।

কুষ্টিয়ার খোকসার চাদট গ্রামের বাসিন্দা মৃত জহির উদ্দিন মোল্লার ছোট ছেলে হাসানুজ্জামান শাপরু মোল্লার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনা সুত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে খোকসা বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ের সাথে বিয়ে হয় শাপরু মোল্লার। এই সংসারে তার দুটি কন্যা সন্তান রয়েছে।

ব্যবসায়ী নিউজ এশিয়া২৪কে জানান, শাপরু মোল্লা ঢাকায় চাকরি করলেও আমার কাছ থেকে বিভিন্ন সময় প্রচুর অর্থ দাবি করেন। আমি তাকে কখনও ২ লাখ আবার কখনো ৫ লাখ টাকা দিয়েছি। যখন যেভাবে চেয়েছে আমি তাকে সেই পরিমান টাকাই দিয়েছি। মেয়ের সুখের জন্য জামাইকে মাথায় করে রেখেছিলাম। সেই জামাই এমন জঘন্য কাজ কিভাবে করতে পারলো?

অনুসন্ধানে জানা গেছে, শাপরু মোল্লা শশুরের অর্থ নিয়ে বিভিন্ন ক্লাবে আমোদ ফুর্তি করে বেড়াতেন। এসময় বিভিন্ন ধনী মেয়েদের সাথে সখ্যতা গড়ে তুলতেন তিনি। একটা সময় তাদের ভোগ করার জন্য বিয়ের নাটক সাজান। কিছুদিন সংসারের অভিনয় করে ছেড়ে দেন স্ত্রীকে। নতুন করে বাধেন নতুন সংসার।

গত আগষ্টের ৯ তারিখে ঢাকার মিরপুর ১২ নম্বরের ৭ নম্বর রোডে রৌজানা (ছদ্দ নাম) নামে এক ধনী মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখি বিয়ে করেন শাপরু মোল্লা। বিয়ের ১ মাসের মাথায় স্ত্রী রৌজানার কাছে স্বামী শাপরুর সব কীর্তি ফাস হয়ে যায়। পরবর্তীতে স্ত্রী রৌজানাকেও ফেলে পালিয়ে যায় শাপরু মোল্লা।

স্ত্রী রৌজানা জানান, বিয়ের কিছুদিন পরেই জানতে পারি তার আগে বিয়ে হয়েছিল এবং দুটি কন্যা সন্তানও রয়েছে। আমি জিজ্ঞাসা করলে সবকিছু এড়িয়ে যেত। এর কিছুদিন পর আরও জানতে পারলাম, সে আরও কয়েকটি বিয়ে করেছে। আমাকে বিয়ে করে এখন পালিয়ে গেছে। আমার নাম্বার ব্লক করে রেখেছে। ফেসবুকেও ব্লক করে রেখেছে। আমি অনেক যায়গায় খোজ নিয়েও তাকে খুঁজে পাচ্ছি না।

শাপরু গ্রামের বাড়ি চাদটে খোজ নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। শাপরুর মৃত বড় ভাইও বিয়ে করেছিলেন ৪টি।

শাপরুর এক আত্মীয় জানান, শাপরুর বড় ভায়ের মত শাপরুও বিভিন্ন যায়গায় বিয়ে করে বেড়ায়। আমাদের সাথে তার যোগাযোগ নেই। অনেক দিন গ্রামেও আসে না। কোথায় থাকে, কি করে কেও সঠিকভাবে বলতে পারে না।

এ ব্যাপারে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানান শাপরুর স্ত্রী রৌজানা।

বকুলতলায় গরুর খামারে রাখালের গলাকাটা মরদেহ

যশোর প্রতিনিধি: যশোরের একটি গরুর খামার থেকে মিলন মোল্লা (৩৬) নামে এক রাখালের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে যশোর শহরের বকচর বকুলতলা এলাকার রানী চানাচুরের কারখানার অভ্যন্তরে খামারের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে বলে জানিয়েছে।

নিহত মিলন মোল্লা মনিরামপুর উপজেলার জালঝাড়া পশ্চিমপাড়া গ্রামের আসমান মোল্লার ছেলে।

মিলনের স্বজন ও সহকর্মীরা জানান, রানী চানাচুর কোম্পানির মালিক কারখানার অভ্যন্তরে নয়টি গরু পালন করেন। মিলন রাখাল হিসেবে গরুগুলো দেখভাল করতেন এবং খামারের পাশে খুপরি ঘরে থাকতেন।

সোমবার তিনি ঘর থেকে বের না হওয়ায় লোকজন গিয়ে তাকে ডাকাডাকি করে। একপর্যায়ে ঘরের দরজায় ধাক্কা দিলে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন:

২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন গবেষক

ভারতে আর থাকবেন না শেখ হাসিনা

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে: উপদেষ্টা আসিফ নজরুল

জামিন পেলেন মাহমুদুর রহমানসহ ৫ জন

তাদের ধারণা রোববার রাতে তাকে কেউ হত্যা করেছে। তবে তার কোনো শত্রু ছিল না বলে জানিয়েছেন স্বজনরা।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এছাড়া মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

google-news-channel-newsasia24

 

খোকসায় মাইক্রোবাস চাপায় ৪ শিশু নিহত

খোকসা প্রতিনিধি:  কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কোরআন পড়া শেষে মসজিদ থেকে ফেরার সময় খোকসার শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিউজএশিয়া২৪কে নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ।

নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে মিম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)। বাকি একজনের তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুদস জানান, রোববার সকালে ৭টার দিকে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল।

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিন মেয়ে শিশু মারা গেছে।

ওসি আননুর যায়েদ বলেন, মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

কুষ্টিয়ায় ২৩০ টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় এবার ২৩০টি মন্দিরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রতিমা নির্মানের কাজ এগিয়ে চলেছে। ইতোমধ্যে জেলা সদর সহ ৬ উপজেলার পূজা মন্দিরগুলোতে প্রতিমা রং এর করে চলেছে শিল্পীরা।

এ বছর কুষ্টিয়া সদর উপজেলায় ৭২টি, খোকসা উপজেলায় ৬২টি, কুমারখালী উপজেলায় ৫৫টি, মিরপুর উপজেলায় ২৬টি, ভেড়ামারা উপজেলায় ৮টি ও দৌলতপুর উপজেলায় ৭টি মন্দিরে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়া শহরের গোপীনাথ জিউর মন্দির, সদরপুর সার্বজনীন পুজা মন্দির ও শহরতলীর বিভিন্ন পূজা মন্দির ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে অধিকাংশ মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। শুধুমাত্র রং তুলির আঁচরের কাজ বাকি রয়েছে।

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাডঃ জয়দেব বিশ্বাস বলেন, এবার জেলায় ২৩০ টি পুজা মন্দিরে সরকারের সকল নির্দেশনা মোতাবেক পূজা অনুষ্ঠিত হবে।

আগামী ৮ অক্টোবর বোধন পূজার মাধ্যমে শারদীয় দূর্গোৎসব শুরু হবে। ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাঅষ্টমী, ১২ অক্টোবর মহানবমী, ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দূর্গাপুজার পরিসমাপ্তি ঘটবে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ৃন:

এছাড়া পূজা মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্যদের পূজামন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ এবং পূজা মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্দিরে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে।

কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপারকে অবহিত করার জন্য সকলকে পরামর্শ দেন হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিটি পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পূজা মন্দিরে র‌্যাব, পুলিশ ছাড়া আনসার মোতায়েন করা হবে।

google-news-channel-newsasia24

টিকটক ভিডিও কেড়ে নিল শিশুর প্রাণ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় মেঘলা সরকার (১০) নামে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার জানিয়েছে, টিকটক ভিডিও ধারণ করার সময় অসাবধানতাবশত ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজী গ্রামে শিশুটির মৃত্যু হয়। মেঘলা ধজী গ্রামের বিদেশ সরকারের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, বিকেলে পরিবারের সকলের অজান্তে মেঘলা নিজ বাড়ির রুমে বসে রুয়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও ধারণ করছিল।

তখন অসাবধানতাবশত গলায় ওড়না পেঁচিয়ে গেলে ফাঁস লেগে যায়। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

নিহতের খবর পেয়ে ডাসার থানা পুলিশ মেঘলা সরকারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত শিশু শিক্ষার্থীর মা বলেন, ‘আমার মেয়ে পরিবারে সবার অজান্তে টিকটক আইডি তৈরি করে দীর্ঘদিন ধরে টিকটক বানিয়ে আসছে। টিকটক তার প্রাণ কেড়ে নিয়েছে।’

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. মাহামুদ উল হাসান বলেন, শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

google-news-channel-newsasia24