শিরোনাম

সারাদেশ

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টিয়ে নিহত ১, আহত ১৪

নিউজ এশিয়া২৪ ডেস্ক: খাগড়াছড়িতে যাত্রীবাহী একটি বাস উল্টিয়ে ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে আরও ১৪ জন।

ঘটনাটি ঘটেছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায়।

রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

khagrachori-bus-accident-newsasia24-bus

জানা গেছে, রবিবার রাতে শান্তি পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসখাগড়াছড়ি থেকে যাত্রা শুরু করে। উদ্দেশ্য চট্টগ্রাম।

কিন্তু মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় পৌছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান।

আরও পড়ুন: 

এ ঘটনায় আহত ১৪ জনদের প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়ে। পরে তাদের খাগড়াছড়ি ও চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনঞ্জুরুল জানান, আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়েছে।

ঘটনার পরপরই চালক পলাতক রয়েছে।

খাগড়াছ‌ড়িতে দূর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার প্রদান

মো: এনামুল হক, খাগড়াছ‌ড়ি: আসন্ন শারদীয় দূর্গাপুঁজা উদযাপন উলক্ষে ৮টি মন্দিরকে উপহার প্রদান ক‌রেন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।

আজ রবিবার (১৫ অক্টোবর ) সকালে জোন সদর অ‌ন্বেষন হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত পিএসসি ম‌ন্দির প্রতি‌নি‌ধিদের হাতে এই উপহার তুলে দেন।

army-gift-newsasia24

এসময় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে জোন কমান্ডার বলেন, পাহা‌ড়ে শা‌ন্তি ও সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন এই ধরনের উ‌দ্যোগ গ্রহন করছে । আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে।

আরও পড়ুন: 

তি‌নি আ‌রও বলেন,পার্বত্য এলাকায় জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ভ্রাত‌ত্বের বন্ধনে আমরা মিলে মিশে এক সাথে থাকবো এবং সবসময় একে অপরকে সহায়তা করবো।

সেনা জো‌নের এমন মহ‌তি পদ‌ক্ষেপ কে সাধুবাদ জানি‌য়ে সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে‌ছেন স্থানীয় ও উপকার ভো‌গীরা।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো.সিদ্দিকুল ইসলাম এবং জোন এডজুটেন্ট ক্যাপ্টেন মো.এজাজ আহম্মেদ সাজিন ।

টেন্ডার ছাড়াই পরিষদের গাছ কেটেছেন ইউএনও

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব গাছ কেটে পরিষদ ‘সাফ’ করে দিয়েছেন।

কুমিল্লার নাঙ্গলকোটে ‘টেন্ডার ছাড়াই’ উপজেলা পরিষদের গাছ কেটে দিয়েছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব।

গত শুক্রবার ও শনিবার উপজেলার পরিষদের ভেতরে বিশাল আকৃতির ১২টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে।

uno-raihan-mehebub.jpg October 15, 2023 40 KB 600 by 300 pixels

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব দাবি করেন, টেন্ডারের মাধ্যমে গাছ কাটা হচ্ছে।

অন্যদিকে উপজেলা বন কর্মকর্তা খন্দকার মোয়াজ্জেম হোসেন বলছেন এখনো তারা টেন্ডার পায়নি। উপজেলা মিটিংয়ে রেজল্যুশন হয়েছে মাত্র।

নাঙ্গলকোট বাজারের স্বাধীন করাতকলের মালিক ইউছুফ উপজেলার শহীদ মিনারের সামনে ১৫-২০ জন শ্রমিক নিয়ে বিশাল আকৃতির ১২টি মেহগনি গাছ কেটে ফেলেছেন।

আরও পড়ুন:

১৯৮৩ সালে নাঙ্গলকোট উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গাছগুলো লাগানো হয়। গাছগুলো বছরের পর বছর পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছিল।

আরও জানা যায়, নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব স্বাধীন করাতকলের মালিক ইউছুফকে দিয়ে গত বছরের ৪ ডিসেম্বর উপজেলা পরিষদের ভেতরের বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির আরও শতাধিক গাছ কেটে ফেলেন।

নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব বলেছেন নতুন চারাগাছ লাগিয়ে দৃষ্টিনন্দন একটি পার্কে রূপান্তরিত করবেন।

করাতকলের মালিক ইউছুফ বলেন, গাছগুলো টেন্ডার হয়নি। ইউএনও স্যার বলছেন গাছগুলো কেটে তার করাতকলে রাখার জন্য। পরবর্তী সময় টেন্ডারের মাধ্যমে যে গাছগুলো পাবে সে গাছগুলো নিয়ে যাবে।

কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা বলেন, গাছ না থাকলে পরিবেশ বিপর্যয় ঘটবে । বিষয়টি খতিয়ে দেখব। সূত্র: দেশ রুপান্তর

 

স্কুল ছাত্রী স্ত্রীকে খুন করে পালালো স্বামী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ময়মনসিংহে স্কুল ছাত্রী স্ত্রী রাখিয়া সুলতানাকে(১৭) খুন করে পালালো স্বামী। রাখিয়ার স্বামীর নাম রিপন মিয়া। ।

গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ময়মনসিংহ থানা পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা।

শুক্রবার (১৩ অক্টোবর) টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে রিপন মিয়া তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

নিহত রিয়া ভালুকার বাটাজোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ঘাতক স্বামী রিপন টাঙ্গাইল সখিপুরে ছিলিমপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

গত ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে রিয়াকে কুপিয়ে খুন করা পালিয়ে যায় তার স্বামী।

এসপি মাছুম আহাম্মদ ভূঞা বলেন, গত বছর ৮ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।

moymonsingh-murder-newsasia24

বিয়ের ১৫ দিন পর সৌদি আরব চলে যান রিপন। সেই থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এক পর্যায় রিয়া আর রিপনের সংসার করবে না বলে জানায়।

এই অবস্থায় রিয়ার পরিবার দেনমোহরের ৮ লাখ টাকা দাবি করে। ফলে রিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় রিপন।

অন্যদিকে রিয়ার স্কুলের বন্ধুদের মাধ্যমে জানতে পারেন, তার স্ত্রী রিয়া অন্য ছেলের সাথে পরকিয়ার সম্পর্কে জরিয়ে পরেছে।

আরও পড়ুন:

এতে রিপন ক্ষুব্ধ হয়। কাউকে না জানিয়ে গত ২ অক্টোবর দেশে চলে আসেন। ৮ তারিখে ভালুকা এসে রিয়াকে তার স্কুলের সামনে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখে। এতে রিয়াকে খুন করার পরিকল্পনা করেন।

খুনের পরিকল্পনা অনুযায়ী গত ৯ অক্টোবর রিপন সখিপুর বাজার থেকে দা কিনে নিয়ে আসে। ঠিক ওইদিন দুপুরেই ভালুকা এসে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় রিপন।

এ সময় স্থানীয়রা রিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসাপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

উক্ত সংবাদ সম্মেলনে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাগড়াছ‌ড়িতে চোলাইমদসহ চার মাদক ব্যবসায়ী আটক

মো: এনামুল হক, খাগড়াছ‌ড়ি: খাগড়াছ‌ড়ির গুইমারা ও মা‌নিকছ‌ড়ি‌তে চোলাইমদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৩ অ‌ক্টোবর) সন্ধায় যোগ্যাছোলা এবং গুইমারা বাজার হ‌তে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হ‌লেন, গুইমারা হাজাপাড়ার মৃত আবুল হোসেনের ছে‌লে মিজানুর রহমান, মো: জমচু মিয়ার ছে‌লে মো: আরিফ হোসেন, রাঙ্গামাটির কাউখালীর সুইচাপ্রু মারমার মে‌য়ে ক্রইসাচিং মারমা (৩৪) এবং কাপ্তাই রাইখালীর ক্যোয়াইসুই অং মারমার মে‌য়ে থুইয়ইনু মারমা (৩৩)।

1khagrachori-drug-arest-newsasia24

পু‌লিশ সূ‌ত্রে জানা গেছে, চোলাইমদের গোপন সংবা‌দ পেয়ে গুইমারা বাজারে অভিযান চালায় পুলিশ। এ অভিযানে ৫২ লিটার দেশীয় চোলাইমদসহ মিজানুর রহমান ও আ‌রিফ হোসেনকে আটক করে পুলিশ। এবং তাদের মোটর সাইকেলটি জব্দ করা হয়।

অপর দি‌কে মা‌নিকছ‌ড়ি যোগ্যাছোলা এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৫১ লিটারমদ সহ ক্রইসাচিং মারমা ও থুইয়ইনু মারমাকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: 

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আই‌নি কার্যক্রম চলছে।

তি‌নি আরও বলেন, শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে কিছু অসাধু ব্যাবসায়ী ও বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ খাগড়াছড়ি জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং এই সকল অপরাধীদের অপতৎপরাতা রোধের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হ‌য়ে‌ছে।

এছাড়াও, যেকোন ধরনের অসংগতি বা অপরাধমূলক কার্যক্রম ঘটলে দ্রুত পলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।

সনাতন সমাজ কল্যাণ পরিষদের আ‌য়োজ‌নে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

‌মো: এনামুল হক,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১৪ অক্টোবর ২০২৩) সকালে খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা প্রদান করা হয়।

এ সেবার আয়োজন করেন, খাগড়াছড়ির সদর উপজেলার সনাতন সমাজ কল্যাণ পরিষদ। এতে সহযোগীতা করে চট্রগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও খাগড়াছড়ি চক্ষু হাসপাতাল।

khagrachori-eya-tretment-newsasia24

অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যান পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি সুজিত দাশ।

অনিুষ্ঠানটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি। এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডঃ বিধান কানুনগো পিপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসময় দেশের বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রদান করার ফলে মানুষ এখন স্বচ্ছতার সাথে চলতে পারছে বলে মন্তব্য করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

ভবিষ্যতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ওষুধ বিতরণ যাতে আরো বড় করা যায় তার জন্য সকলে প্রতি সহযোগিতা কামনা করেন।

পরে লায়ন চক্ষু হাসপাতাল চট্টগ্রাম এবং খাগড়াছড়ি হাসপাতালকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান অথিতি চক্ষু সেবা নেন।

সুনামগঞ্জে বাসচাপায় নিহত ২, আহত ৪

নিউজ এশিয়া২৪ডেস্ক: সুনামগঞ্জে বাসচাপায় ২ জন নিহত হয়েছে এবং ৪ জন আহত হয়েছে। নিহতের মধ্যে একজন ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীও রয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে শান্তিগঞ্জের পাথারিয়া বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঘাতক বাসটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়।

sunamganj-bus-cng-accident-newsasia24

নিহত তাওসিয়া(১৩) পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। সে শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে।

অপরজন নিহত হলেন পশ্চিম পাগলা ইউনিয়নের হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (৪২)।

এ ঘটনায় আরও ৪ জন আহত হন।

জানা গেছে, যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশা একে অপরকে সাইড দিতে গিয়ে বাসের গতি হারিয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ না করতে পেরে সরাসরি সিএনজিকে চাপা দেয় বাসটি।

আরও পড়ুন:

এতে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ ও আহতদের উদ্ধারকরে সদর হাসপাতালে প্রেরণ করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

চালক ও তার সহকারী পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে।

নড়াইলে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

(মিশকাতুজ্জামান) নড়াইল: নড়াইলে এক কলেজ শিক্ষর্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে তার নিজ ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম যুবরাজ দাস(২১)। সে নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, নিহত যুবরাজ সহ তার চার সহপাঠি মিলে নড়াইলের একটি বাসভবনে ফ্লাট ভাড়া নিয়ে থাকতেন।

বুধবার দুপুরে যুবরাজের বন্ধুরা বাসায় ফিরে দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেন।

কিন্তু যুবরাজের কোন সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়।

পরে পুলিশ এসে দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করেন। এসময় যুবরাজকে ফ্যানের সাথে জুলন্ত অবস্থয় দেখতে পান তারা।

আরও পড়ুন: 

পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহত যুবরাজ সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে।

সম্পর্ক গভীর করে বাসায় ডেকে টাকা আদায়, আটক ৪

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াসফিয়া। তৈরি করতেন সম্পর্ক। তারপর ফাদে ফেলে সবকিছু হাতিয়ে নিতেন তিনি। বাসায় ডেকে আপত্তিকর ছবিতুলে ব্ল্যাকমেইল করায় পারদর্শী।

তার আছে একটি চক্র। তাদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ। অবশেষে পুলিশের কাছে আটক হোন তারা।

নারীদের মধ্যে ছিলেন, খাদিজা (২৭), মুনমুন (৩০) ও ওয়াসফিয়া খানম (২৬) এবং পুরুষ ব্যাক্তিটি হলেন হাদিউল ইসলাম বাবু (৩৪),

বুধবার (১১ অক্টোবর) মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, গতকাল মঙ্গলবার মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তাদের মধ্যে বাবু ব্যবসায়ী, খাদিজা ও মুনমুন গৃহিণী এবং ওয়াসফিয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী।

এ চক্রের মাস্টারমাইন্ড ওয়াসফিয়া । তিনিই মূলত পরিকল্পনা সাজান। প্রথমে একজনকে টার্গেট করা হয়। টার্গেট করে তার সাথে তৈরি হয় বন্ধুত্ব।

আরও পড়ুন:

অফলাইনে তাদের যেকোনো একজন মেয়ে আর্থিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন।

এরপর সেই নম্বরে নিয়মিত যোগাযোগ করে তৈরি করা হয়।প্রেমের সম্পর্ক। সম্পর্ক গভীর হলে টার্গেটকে বাসায় ডাকা হয়। বাসায় আসলেই চক্রের বাকি সদস্যরা মারধর করে টাকা ও মোবাইল নিয়ে ফেলে।

এ সময় মেয়ে সদস্যরা প্রথমেই ওই ছেলের সঙ্গে আপত্তিকর ছবি তুলে। তারপর শুরু হয় ব্লাকমেইল। সেই ছবি স্ত্রী কিংবা পরিবারের কাছে পাঠিয়ে বড় অংকের টাকা দাবি করত তারা।

টাকা না দিলে মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দেয়। উপায়ন্তর না দেখে এবং সামাজিক মর্যাদাহানির ভয়ে তারাও টাকা দিত তারা।

এইভাবে এক এনজিও কর্মকর্তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন খাদিজা। বাবার অসুস্থতার কথা বলে খাদিজা ওই ব্যক্তির কাছ থেকে নেন ২০০ টাকা।

এ টাকা নেওয়ার মাধ্যমেই পরিচিত হন তিনি। এরপর বিভিন্ন সময় ফোন দিয়ে সম্পর্ক আরও গভীর করতে থাকেন। এক পর্যায়ে মঙ্গলবার তাকে বাসায় ডাকেন খাদিজা। বাসায় আগে থেকেই ছিলেন বাবু, মুনমুন ও ওয়াসফিয়া।

তিনি বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তাকে বেঁধে মারধর করে মোবাইল ও ৫ হাজার টাকা নিয়ে নেয় তারা। এরপর তার স্ত্রীকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করেন ঐ চক্র।

শেষে ১০ হাজার ২০০ টাকায় রফা করেন। টাকা নিয়ে রাতে তাকে ছেড়ে দিতে আসলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোক এসে তাদের আটক করেন।

পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে তাদের আটক করে এবং মোবাইল ও টাকা উদ্ধার করে।

শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত আঃ রাজ্জাক

নাজমুল হাসানঃ পুলিশ প্রশাসনের কাজে সার্বক্ষনিক সহায়তার জন্য শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের গ্রাম পুলিশ আঃ রাজ্জাক।

আজ শনিবার (০৭ অক্টোম্বর) সকাল ১০ টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

জানা গেছে, আঃ রাজ্জাক সার্বক্ষনিক সর্তক থেকে ডিউটি করা সহ ইউনিয়নের মাদকদ্রব্য, বাল্য বিয়ে নির্মুলে ও গ্রেফতারী পরোয়ানা তামিল মামলার বিভিন্ন আসামীদের ধরতে পুলিশ প্রশাসনকে সর্বাত্বক সহযোগিতা করায় রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আঃ রাজ্জাককে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে এ সম্মাননা স্মারক দেয়া হয়েছে।

পুলিশের এমন ব্যতিক্রমি পদক্ষেপ দেখে সকল উপজেলার ইউনিয়ন গ্রাম পুলিশদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মোস্তফা হাবিবুল্লাহ জানান, আঃ রাজ্জাক ইউনিয়নের পাশাপাশি সর্বাত্বক পুলিশের কাজে সহায়তা করে আসছেন। সেজন্য উপজেলার মধ্যে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে নির্বাচিত করে জেলা এসপি স্যারের নির্দেশনায় তাকে রেঞ্জ সেরা সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এতে করে তাদের মধ্যে আরো উৎসাহ উদ্দীপনা কাজ করবে বলে তিনি জানান।

আরও পড়ুন: