শিরোনাম

কবিতা

নবীর করকমলে

নবীর করকমলে

মাহমুদুন্নবী জ্যোতি

হতাম যদি পূবালী বায়
চলে যেতাম মদিনায়
লুটিয়ে পড়তাম প্রিয়নবীর পূণ্যময় পায়।
মুক্তাকাশের পাখি হলে
মদিনাতে যেতাম চলে
সালাম দিতাম বিশ্বনবীর করকমলে।
হে মুক্তির রাহবার
ডাকিতেছি বারে বার
দেখা দিও স্বপ্ন মাঝে শুধু একবার।
দেখলে তোমায় জুড়াবে আঁখি
আর কিছু না রইবে বাকি
সুপ্ত হৃদয়ে তাইতো তোমার ছবি আঁকি।
তোমার প্রেমে মাতোয়ারা
তুমি বিনে সর্বহারা
তোমার দর্শন যেন পাই যখন যাব মারা।
শেষ দিবসের ফরিয়াদ
পাই যেন শাফায়াত
তা না হলে জীবন যে হবে বরবাদ।
আমল তো কিছু নাই
তবু তোমার প্রেম চাই
তোমার প্রেমের তরীতে দিও মোরে ঠাঁই।