২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ

ভোলা প্রতিনিধি: ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ ঘোষনা করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুম রক্ষার্থে এ জারি করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২ নভেম্বর অর্থাৎ ২২ দিন পর্যন্ত এ জারি করা হয়েছে। এসময় মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন, ও বিপণন সম্পূর্নভাবে নিষিদ্ধ থাকবে।

তবে এ নিষেধাজ্ঞা মেনেছেন জেলেরা। তবে এতে চিন্তার ছাপও পড়েছে তাদের। কিভাবে দিন কাটবে? তাই এই সময়ে চাল বিতনের জন্য অনুরোধ করেন জেলেরা।

ভোলা নৌ পুলিশের ইনচার্জ মো. আখতার হোসেন বলেন, নিয়মিত নদীতে অভিযান চালানো হবে যাতে কেও মাছ ধরতে না পারে। প্রতিটি ঘাটে সচেতনমূলক সভা এবং লিফলেট বিতরন করা হয়েছে।

আরও পড়ুন:

 

You May Also Like

+ There are no comments

Add yours