শিরোনাম
india-train-accident

ট্রেনের ২১টি বগিই লাইনচ্যুত, নিহত ৪, আহত শতাধিক

নিউজ এশিয়া২৪ডেস্ক: ভারতে একটি ট্রেনের ২১ টি বগিই লাইনচ্যুত হয়েছে। এ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।

ট্রেনটি গতকাল বুধবার (১১ অক্টোবর) রাত ১০ টারদিকে রঘুনাথপুর ষ্টেশনের কাছাকাছি পৌছালে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি বিহার থেকে কামাখ্যা যাচ্ছিল। ট্রেনটির নাম নর্থ ইস্ট এক্সপ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ট্রেনটি বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার হওয়ার পরই চারটি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে পড়ে যায়। এসময় ট্রেনের দুটি কোচ একে অপরের ওপরে উঠে যায়।

ঘটনার পর ভারেতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(এনডিআরএফ) রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায়।

আরও পড়ুন: 

 

ট্রেনটির দুর্ঘটনার কারণ এখনও উদ্ধার করতে পারেনি ভারত রেল কর্তৃপক্ষ।

তবে, তদন্তের পর জানা গেছে, ট্রেনের ২১টি বগিই লাইনচ্যুত হয়েছিল। এর মধ্যে ৪ টি বগি সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *