শিরোনাম
gaja-war-newsasia24

গাজায় তিন হাজার ৬০০ টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গাজাকে লক্ষ্য করে ছয় হাজার বোমা ছোড়া হয়েছে, আর বোমার ওজন প্রায় চার হাজার টন।

https://www.youtube.com/watch?v=vNJUtV4_reQ

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

gaja-war-newsasia34

তারা জানিয়েছেন, এ সপ্তাহে গাজায় তিন হাজার ৬০০ টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। একইসঙ্গে যতদিন প্রয়োজন হবে ততদিন এ আক্রমণ চালিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: 

ইসরায়েলি বাহিনীর এ বোমা হামলায় গাজার এক হাজার ৪১৭ জন মানুষের মৃত্যু হয়েছে।

এছাড়াও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, ইসরায়েলিদের বোমার আঘাতে প্রায় ছয় হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

Our Facebook: https://www.facebook.com/newsasia24bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *