নিউজ এশিয়া২৪ ডেস্ক: আফগানিস্তানের উত্তর অঞ্চলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এ হামলায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যম এএফপি’র মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এএফপির খবরে বলা হয়, বাঘলানের পোল-ই-খোমরি শহরেই অবস্থিত ইমাম জামান মসজিদ। এই মসজিদে জুমার নামাজ আদায় করতে প্রস্তুতি নেন শিয়া মুসলিমরা। নামাজ শুরু হলে ঘটে আত্মঘাতী এই বোমা হামলা।
সেখানকার হাসপাতাল থেকে জানা গেছে, ‘এখন পর্যন্ত সেখানে ১৯টি মরদেহ নেয়া হয়েছে। এছাড়াও ৪০ জনকে আহত অবস্থায় আনা হয়েছে।’
আরও পড়ুন:
-
ইসরায়েল ও হামাসের যুদ্ধ: সূর্যের আলো ফোটার আগেই ৩ হাজার রোকেট ছোড়া হয়েছিল
-
গাজায় তিন হাজার ৬০০ টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত
-
ট্রেনের ২১টি বগিই লাইনচ্যুত, নিহত ৪, আহত শতাধিক
এছাড়া, নিহত এবং আহত মুসলিমদের অপর কয়েকটি হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন , তিনি হঠাৎ তীব্র শব্দ শুনতে পান, এরপর মসজিদ থেকে বিপুল সংখ্যক নিহত ওআহত মানুষকে হাসপাতালে নিতে দেখেছেণ।
তবে কেওই এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
+ There are no comments
Add yours