আফগানিস্তানের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা; নিহত ১৯, আহত ৪০

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আফগানিস্তানের উত্তর অঞ্চলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এ হামলায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যম এএফপি’র মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এএফপির খবরে বলা হয়, বাঘলানের পোল-ই-খোমরি শহরেই অবস্থিত ইমাম জামান মসজিদ। এই মসজিদে জুমার নামাজ আদায় করতে প্রস্তুতি নেন শিয়া মুসলিমরা। নামাজ শুরু হলে ঘটে আত্মঘাতী এই বোমা হামলা।

afp-newsasia24

সেখানকার হাসপাতাল থেকে জানা গেছে, ‘এখন পর্যন্ত সেখানে ১৯টি মরদেহ নেয়া হয়েছে। এছাড়াও ৪০ জনকে আহত অবস্থায় আনা হয়েছে।’

আরও পড়ুন: 

এছাড়া, নিহত এবং আহত মুসলিমদের অপর কয়েকটি হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন , তিনি হঠাৎ তীব্র শব্দ শুনতে পান, এরপর মসজিদ থেকে বিপুল সংখ্যক নিহত ওআহত মানুষকে হাসপাতালে নিতে দেখেছেণ।

তবে কেওই এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

You May Also Like

+ There are no comments

Add yours