সনাতন সমাজ কল্যাণ পরিষদের আ‌য়োজ‌নে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

‌মো: এনামুল হক,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১৪ অক্টোবর ২০২৩) সকালে খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা প্রদান করা হয়।

এ সেবার আয়োজন করেন, খাগড়াছড়ির সদর উপজেলার সনাতন সমাজ কল্যাণ পরিষদ। এতে সহযোগীতা করে চট্রগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও খাগড়াছড়ি চক্ষু হাসপাতাল।

khagrachori-eya-tretment-newsasia24

অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যান পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি সুজিত দাশ।

অনিুষ্ঠানটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি। এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডঃ বিধান কানুনগো পিপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসময় দেশের বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রদান করার ফলে মানুষ এখন স্বচ্ছতার সাথে চলতে পারছে বলে মন্তব্য করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

ভবিষ্যতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ওষুধ বিতরণ যাতে আরো বড় করা যায় তার জন্য সকলে প্রতি সহযোগিতা কামনা করেন।

পরে লায়ন চক্ষু হাসপাতাল চট্টগ্রাম এবং খাগড়াছড়ি হাসপাতালকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান অথিতি চক্ষু সেবা নেন।

You May Also Like

+ There are no comments

Add yours