মো: এনামুল হক, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা ও মানিকছড়িতে চোলাইমদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধায় যোগ্যাছোলা এবং গুইমারা বাজার হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গুইমারা হাজাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান, মো: জমচু মিয়ার ছেলে মো: আরিফ হোসেন, রাঙ্গামাটির কাউখালীর সুইচাপ্রু মারমার মেয়ে ক্রইসাচিং মারমা (৩৪) এবং কাপ্তাই রাইখালীর ক্যোয়াইসুই অং মারমার মেয়ে থুইয়ইনু মারমা (৩৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, চোলাইমদের গোপন সংবাদ পেয়ে গুইমারা বাজারে অভিযান চালায় পুলিশ। এ অভিযানে ৫২ লিটার দেশীয় চোলাইমদসহ মিজানুর রহমান ও আরিফ হোসেনকে আটক করে পুলিশ। এবং তাদের মোটর সাইকেলটি জব্দ করা হয়।
অপর দিকে মানিকছড়ি যোগ্যাছোলা এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ লিটারমদ সহ ক্রইসাচিং মারমা ও থুইয়ইনু মারমাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
-
সনাতন সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
-
মালয়েশিয়ায় পাম বাগান থেকে ৫৫ বাংলাদেশী গ্রেফতার
-
নড়াইলে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আইনি কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে কিছু অসাধু ব্যাবসায়ী ও বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ খাগড়াছড়ি জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং এই সকল অপরাধীদের অপতৎপরাতা রোধের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এছাড়াও, যেকোন ধরনের অসংগতি বা অপরাধমূলক কার্যক্রম ঘটলে দ্রুত পলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।
+ There are no comments
Add yours