শিরোনাম
moymonsingh-murder-newsasia24

স্কুল ছাত্রী স্ত্রীকে খুন করে পালালো স্বামী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ময়মনসিংহে স্কুল ছাত্রী স্ত্রী রাখিয়া সুলতানাকে(১৭) খুন করে পালালো স্বামী। রাখিয়ার স্বামীর নাম রিপন মিয়া। ।

গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ময়মনসিংহ থানা পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা।

শুক্রবার (১৩ অক্টোবর) টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে রিপন মিয়া তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

নিহত রিয়া ভালুকার বাটাজোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ঘাতক স্বামী রিপন টাঙ্গাইল সখিপুরে ছিলিমপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

গত ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে রিয়াকে কুপিয়ে খুন করা পালিয়ে যায় তার স্বামী।

এসপি মাছুম আহাম্মদ ভূঞা বলেন, গত বছর ৮ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।

moymonsingh-murder-newsasia24

বিয়ের ১৫ দিন পর সৌদি আরব চলে যান রিপন। সেই থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এক পর্যায় রিয়া আর রিপনের সংসার করবে না বলে জানায়।

এই অবস্থায় রিয়ার পরিবার দেনমোহরের ৮ লাখ টাকা দাবি করে। ফলে রিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় রিপন।

অন্যদিকে রিয়ার স্কুলের বন্ধুদের মাধ্যমে জানতে পারেন, তার স্ত্রী রিয়া অন্য ছেলের সাথে পরকিয়ার সম্পর্কে জরিয়ে পরেছে।

আরও পড়ুন:

এতে রিপন ক্ষুব্ধ হয়। কাউকে না জানিয়ে গত ২ অক্টোবর দেশে চলে আসেন। ৮ তারিখে ভালুকা এসে রিয়াকে তার স্কুলের সামনে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখে। এতে রিয়াকে খুন করার পরিকল্পনা করেন।

খুনের পরিকল্পনা অনুযায়ী গত ৯ অক্টোবর রিপন সখিপুর বাজার থেকে দা কিনে নিয়ে আসে। ঠিক ওইদিন দুপুরেই ভালুকা এসে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় রিপন।

এ সময় স্থানীয়রা রিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসাপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

উক্ত সংবাদ সম্মেলনে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *