নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ রবিবার (১৫ অক্টোবর) বঙ্গভবনে তারা সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এছাড়াও রাষ্ট্রপতিকে বিচার বিভাগের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও অবহিত করেন।
তিনি আরও জানিয়েছেন, বিচারকদের প্রশিক্ষণের সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসম রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন:
-
১ মিনিট শব্দহীন ঢাকা
-
অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন
-
কিছু সুবিধাভোগী লোকের জন্য বাজারে অস্থিরতা: ডিএমপি কমিশনার
-
২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ
রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের উন্নয়নে সরকার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।
এ সময় সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। (তথ্য সূত্র: যুগান্তর)
+ There are no comments
Add yours