শিরোনাম
uno-raihan-mehebub.jpg October 15, 2023 40 KB 600 by 300 pixels

টেন্ডার ছাড়াই পরিষদের গাছ কেটেছেন ইউএনও

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব গাছ কেটে পরিষদ ‘সাফ’ করে দিয়েছেন।

কুমিল্লার নাঙ্গলকোটে ‘টেন্ডার ছাড়াই’ উপজেলা পরিষদের গাছ কেটে দিয়েছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব।

গত শুক্রবার ও শনিবার উপজেলার পরিষদের ভেতরে বিশাল আকৃতির ১২টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে।

uno-raihan-mehebub.jpg October 15, 2023 40 KB 600 by 300 pixels

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব দাবি করেন, টেন্ডারের মাধ্যমে গাছ কাটা হচ্ছে।

অন্যদিকে উপজেলা বন কর্মকর্তা খন্দকার মোয়াজ্জেম হোসেন বলছেন এখনো তারা টেন্ডার পায়নি। উপজেলা মিটিংয়ে রেজল্যুশন হয়েছে মাত্র।

নাঙ্গলকোট বাজারের স্বাধীন করাতকলের মালিক ইউছুফ উপজেলার শহীদ মিনারের সামনে ১৫-২০ জন শ্রমিক নিয়ে বিশাল আকৃতির ১২টি মেহগনি গাছ কেটে ফেলেছেন।

আরও পড়ুন:

১৯৮৩ সালে নাঙ্গলকোট উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গাছগুলো লাগানো হয়। গাছগুলো বছরের পর বছর পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছিল।

আরও জানা যায়, নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব স্বাধীন করাতকলের মালিক ইউছুফকে দিয়ে গত বছরের ৪ ডিসেম্বর উপজেলা পরিষদের ভেতরের বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির আরও শতাধিক গাছ কেটে ফেলেন।

নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব বলেছেন নতুন চারাগাছ লাগিয়ে দৃষ্টিনন্দন একটি পার্কে রূপান্তরিত করবেন।

করাতকলের মালিক ইউছুফ বলেন, গাছগুলো টেন্ডার হয়নি। ইউএনও স্যার বলছেন গাছগুলো কেটে তার করাতকলে রাখার জন্য। পরবর্তী সময় টেন্ডারের মাধ্যমে যে গাছগুলো পাবে সে গাছগুলো নিয়ে যাবে।

কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা বলেন, গাছ না থাকলে পরিবেশ বিপর্যয় ঘটবে । বিষয়টি খতিয়ে দেখব। সূত্র: দেশ রুপান্তর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *