শিরোনাম
farmgate-bridge-newsasia24

ব্যাঙের ছাতার মত পুলিশের বক্স

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  মেয়র আতিকুল ইসলাম বলেন,এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে পুলিশ বক্স হচ্ছে। এতে শহর দেখতে ভালো লাগে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের এমন কথার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।আসাদুজ্জামান খান বলেন, ব্যাঙের ছাতার মতো নয়। পুলিশ তার প্রয়োজনেই বক্স তৈরি করেছে।

আজ রবিবার (১৫ অক্টোবর)  রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আতিক বলেন, আমি একটি ট্রাফিক পুলিশ বক্স উঠিয়ে দিয়েছিলাম। কারণ সেখানে আট ইঞ্চি ঢালাই দিয়ে পুলিশ বক্স বানানো হয়েছে। অথচ বিষয়টি সিটি করপোরেশন জানে না।

police-box-newsasia24
প্রতিকী ছবি

এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে বসা পুলিশ বক্স তৈরি হচ্ছে।

এতে শহরটা নষ্ট হয়ে যায়, শহর দেখতে ভালো লাগে না। আপনারা যেখানে পুলিশ বক্স বসাবেন সেখানে আমরা ডিএমপি পুলিশ কমিশনারের মাধ্যমে বা অ্যাডিশনাল কমিশনারের মাধ্যমে নতুন পুলিশ বক্স বানিয়ে দেব।

আরও পড়ুন:

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে।এতে জনগনের ভালো হয়।

তাদের কথাও আমাদের চিন্তা করতে হবে। তাদের যেন কোন অসুবিধা না হয় এ জন্যই ছোট ছোট পুলিশ বক্স তৈরি করেছেন।

আমি মেয়রকে রিকোয়েস্ট করছি, যতগুলো বক্স রয়েছে সেখানে আপনি ব্যবস্থা নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *