নিউজ এশিয়া২৪ ডেস্ক: খাগড়াছড়িতে যাত্রীবাহী একটি বাস উল্টিয়ে ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে আরও ১৪ জন।
ঘটনাটি ঘটেছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায়।
রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, রবিবার রাতে শান্তি পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসখাগড়াছড়ি থেকে যাত্রা শুরু করে। উদ্দেশ্য চট্টগ্রাম।
কিন্তু মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় পৌছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান।
আরও পড়ুন:
-
খাগড়াছড়িতে দূর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার প্রদান
-
সনাতন সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
-
টেন্ডার ছাড়াই’ পরিষদের গাছ কেটেছেন ইউএনও
এ ঘটনায় আহত ১৪ জনদের প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়ে। পরে তাদের খাগড়াছড়ি ও চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনঞ্জুরুল জানান, আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়েছে।
ঘটনার পরপরই চালক পলাতক রয়েছে।