নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ সোমবার(১৬ অক্টোবর) আজ বিশ্ব খাদ্য দিবস। বাংলাদেশের কুষি মন্ত্রণালয় ও জাতিসংঘেরে উদ্যোগে দেশেও পালিত হবে দিবসটি।
এবারের প্রতিপাদ্য বিষয় “পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে।”
সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালিত হবে দিবসটি। এতে উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
‘পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি।
এই দিবসটি কেন্দ্র করে আগামীকাল সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সভা।
আরও পড়ুন:
এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম।
আলোচনাসভা শেষে দুপুরে বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত হবে কারিগরি সেশন ।