দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ৮ টি পরামর্শ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ৮ টি পরামর্শ দিয়েছে।

আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর দিন থেকে শুরু হবে সনাতন ধর্মের বড় উৎসব দুর্গাপূজা।বাংলাদেশ পুলিশ দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ৮টি পরামর্শ দিয়েছে ।

সোমবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো পুলিশ সদরদপ্তরের পরামর্শগুলো হলো-

১। পূজামণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্রস্থান পথের ব্যবস্থা রাখা। পূজামণ্ডপে কোনো ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকা।

২। পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করা। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন করা।

৩। পূজামণ্ডপে ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর, চার্জার লাইট, হ্যাজাক লাইটের ব্যবস্থা রাখা।

durga-puja.jpg October 16, 2023 39 KB 600 by 300 pixels

 

৪। পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করা। স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও স্বেচ্ছাসেবক লেখা আর্মড ব্যান্ড থাকা। রাতে পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করা।

৫। পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকা।

আরও পড়ুন:

 

৬। দুর্গাপূজা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম যেমন-ফেসবুক, ইউটিউব, টুইটার অথবা ব্লগে এবং মোবাইল ফোনের মাধ্যমে কেউ যেন অমূলক ঘটনা বা গুজব সৃষ্টি করে কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা। এ ধরনের পরিস্থিতি হলে পুলিশকে জানানো।

৭। পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। আজান ও নামাজের সময় মাইক ও বাদ্য বাজানো বন্ধ রাখা।

৮। প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার নির্ধারিত রুট ব্যবহার করা। পূজামণ্ডপে শোভাযাত্রা এবং প্রতিমা বিসর্জনের সময় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করা।

প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০, ডিএমপি কন্ট্রোল রুম ০২-৫৫১০২৬৬৬, ০২-২২৩৩৮১১৮৮, ০২-৪৭১১৯৯৮৮, ০১৩২০০৩৭৮৪৫-৪৬, র‍্যাবের কন্ট্রোল রুম ০২-৪৮৯৬৩১১৭, ০১৭৭৭৭২০০২৯ এবং ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম ০২-২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩১৮১-৮২ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ।

এছাড়া, যেকোনো জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা পেতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

You May Also Like

+ There are no comments

Add yours