শিরোনাম
world-poor-day-newsasia24

বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস আজ ১৭ অক্টোবর

নিউজ এশিয়া২৪: আজ বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস’। প্রতিবছর ১৭ অক্টোবর সারা বিশ্বে এ দিবসটি পালিত হয়।

বিশ্বজুড়ে মানুষের অসমতা দারিদ্র্য, ক্ষুধা দূর করাই দিবসটির মূল লক্ষ্য। দিবসটি আমাদের দেশেও গুরুত্বের সঙ্গে পালিত হয়।

এই দিবসটির প্রতিপাদ্য বিষয় “উপযুক্ত কাজ এবং সামাজিক সুরক্ষা: সকলের জন্য মর্যাদা।”

world-poor-day-newsasia24

জাতিসংঘ ১৯৯৫ সালকে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ বর্ষ হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের পর্যবেক্ষণে দেশে দেশে দারিদ্র্য ও বঞ্চনা বিশেষ গুরুত্ব পায়।

আরও পড়ুন:

ফ্রান্সভিত্তিক এনজিও এটিডি ফোর্থ ওয়ার্ল্ড অতি দারিদ্র্য দূরীকরণের জন্য আন্দোলন করে। এতে তারা ১৭ অক্টোবর সফলতা লাভ করে।

এই ১৭ অক্টোবরকে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালনের কথা পর্যালোচনা করা হয়।

এর আলোকে জাতিসংঘের সাধারণ পরিষদও ১৭ অক্টোবরকে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *