বেলজিয়ামে জঙ্গি হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বন্দুকধারীর হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন।

newsbelgium-swdees-murder-n

এঘটনার পর একটি ব্যক্তি অনলাইনে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি এ হামলার দায় স্বীকার করেন। এছাড়াও তিনি নিজেকে আই এস এর সদস্য বলে দাবি করেছেন।

আরও পড়ুন: 

বেলজিয়াম সরকার বলেছেন, এটিেএকটি জঙ্গি হামলা।

You May Also Like

+ There are no comments

Add yours