২০২৪ ইউরো বাছাই পর্ব; বেলজিয়াম-সুইডেন ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক: বাতিল হয়ে গেল বেলজিয়াম-সুইডেন মধ্যকার ইউরো বাছাইপর্বের ম্যাচ। বিরতির আগে ম্যাচটি ছিল ১-১। কিন্তু বিরতির পর এ ম্যাচটি বাতিল হয়ে যায়।

জানা গেছে, গতকাল বেলজিয়ামে এক জঙ্গির হামলায় দুই সুইডিস নাগরিক নিহত হয়েছেন। এ ঘটার প্রেক্ষিতে ম্যাচটি বাতিল করা হয়।

belgium-swdees-murder-newsa

নিরাপত্তার কারণে ম্যাচটি বাতিল হওয়ার আড়াই ঘণ্টা পর স্টেডিয়াম ত্যাগ করেন দর্শকরা

আরও পড়ুন:

উয়েফার ওয়েবসাইটে বলা হয়, ‘আজ ( বেলজিয়ামে গতকাল) সন্ধ্যায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর দুই দল এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেলজিয়াম ও সুইডেনের মধ্যকার ২০২৪ ইউরো বাছাই পর্বের ম্যাচটি বাতিল বলে ঘোষণা করা হলো।

ম্যাচটি বাতিল হওয়ার আগ পর্যন্ত ১-১ গোল ছিল দু দলেই। ইউরোর মূল পর্ব আগেই নিশ্চিত করেছে বেলজিয়াম। কিন্তু বেলজিয়ামের সথে দ্বিতীয়বার খেলতে নারাজ সুইডেন।

You May Also Like

+ There are no comments

Add yours