শেখ রাসেল দিবস আজ

নিউজ  এশিয়া২৪ ডেস্ক: আজ ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস ।

শহীদ শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। আজ তার ৬০ তম জন্মদিন।

শেখ রাসেল দিবসটি ২০২১ সাল থেকে পালন করা হচ্ছে।

এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় হল ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

seikh-rasel-newsasia24

এই দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আবেগঘন বাণীতে ছোট ভাইকে স্মরণ করেছেন।

বাণীতে শেখ হাসিনা বলেন, ‘শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার পবিত্র স্মৃতি। বাংলাদেশে সব শিশুর মধ্যে আজও আমি রাসেলকে খুঁজে ফিরি। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে।

আরও পড়ুন:

এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের সব শিশু এগিয়ে আসুক।’

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সেই সাথে ১৫ আগস্টে নিহত সব শহীদের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণসহ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

You May Also Like

+ There are no comments

Add yours