শিরোনাম
aiob-bachcu.jpg October 18, 2023 21 KB 600 by 300 pixels

আইয়ুব বাচ্চুর আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ‘এই রূপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে বহুদূরে’- এ গান গেয়েছিলেন রকস্টার আইয়ুব বাচ্চু।

গানের কথাগুলোকে সত্য করে পাঁচ বছর আগে এই দিনে তিনি মৃত্যু বরণ করেন।

২০১৮ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই কিংবদন্তি। ওপারে চলে গেলেও এপারে রেখে গেছেন এক সংগীত জীবন। যেখানে রয়েছে অসংখ্য কালজয়ী গান, জাদুকরি গিটারের সুর।

aiob-bachcu.jpg October 18, 2023 21 KB 600 by 300 pixels

 

বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে যে ক’জন আজন্ম ভূমিকা রাখবে তার মধ্যে অন্যতম হল আইয়ুব বাচ্চু। তাকে স্মরণ করে পরিবারের পক্ষ থেকে দিনটিতে থাকছে বিশেষ আয়োজন।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ।

১৯৭৭ সালে কলেজে পড়ার সময় কুমার বিশ্বজিৎকে নিয়ে ‘আগলি বয়েজ’-এ লিড গিটারিস্ট হিসেবে কাজ শুরু করেন তিনি।

তার অন্যতম এ্যালবাম গুলো হলো, ‘সুখ’ (১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘ফেরারি মন’ (১৯৯৬), ‘আমাদের’ (১৯৯৮), ‘বিস্ময়’ (১৯৯৮), ‘মন চাইলে মন পাবে’ (২০০১), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে নাকি নাই’ (২০০৫), ‘স্পর্শ’ (২০০৮), ‘যুদ্ধ’ (২০১২), ‘রাখে আল্লাহ মারে কে’ (২০১৬)।

আরও পড়ুন:

আইয়ুব বাচ্চুর গাওয়া গানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘চলো বদলে যাই’। এর কথা ও সুর তারই।

শ্রোতাপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে ‘শেষ চিঠি কেমন এমন চিঠি’, ‘ঘুম ভাঙা শহরে’, ‘হকার’, ‘সুখ’, ‘রুপালি গিটার’, ‘গতকাল রাতে’, ‘তারা ভরা রাতে’, ‘এখন অনেক রাত’ ইত্যাদি।

দীর্ঘ কয়েক বছর অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন আইয়ুব বাচ্চু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *