শিরোনাম
asadujjaman-khan-kamal-home-minister-newsasia24

আনসার বাহিনীকে কি গ্রেফতারের অনুমতি; কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ?

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আনসার বাহিনীকে গ্রেফতারের অনুমতি দেওয়া হয়েছে। এমন তথ্যে বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপির সাথে অনান্য রাজনৈতিক দলগুলোও বিরোধীতা করছে।

তবে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এ তথ্য সম্পূর্ন ভুল। আনসার বাহিনীকে গ্রেফতারের অনুমতি কখনোই দেওয়া হয়নি।

asadujjaman-khan-kamal-home-minister-newsasia24

তিনি আরও বলেন, এটা একটা মিসইনফরমেশন । আনসার বাহিনীকে গ্রেফতার করার অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই।

আনসার বাহিনী পুলিশের ক্ষমতা পেতে যাচ্ছে—এমন প্রচারণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আরেকটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে, আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে—এগুলো সব মিসইনফরমেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *