শিরোনাম
October 28, 2023 18 KB 600 by 300 pixels

ইসরাইলের স্থল অভিযান

নিউজ  এশিয়া২৪ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরাইলরা স্থল অভিযান চালাচ্ছে।

ফিলিস্তিনের গাজায় ঢুকেছে ইসরাইলের অসংখ্য ট্যাংক।

শুক্রবার রাতে গাজায় টানা কয়েক ঘণ্টা বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই সময় ট্যাংকসহ গাজার ভেতর প্রবেশ করে ইসরাইলি সেনারা।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি শনিবার জানিয়েছেন, তাদের সেনারা ট্যাংকসহ গাজার ভেতর অবস্থান নিয়েছে এবং তারা ‘দুর্বল শত্রুর’ মোকাবিলা করছে।

gaja-war-newsasia34

তিনি আরও জানান, গাজার ভেতর যাওয়া সেনাদের কোনো সদস্য এখন পর্যন্ত হতাহতের শিকার হননি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েকদিন ধরেই গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি দিয়েছিল ইসরাইলরা তা শুরু করেছে।

বিবিসি জানিয়েছে, ইসরাইলের ট্যাংক গাজার ভেতর অবস্থান করছে সেটির প্রমাণ দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরাইলি বাহিনীর কয়েক ডজন ট্যাংক গাজার ভেতরে প্রবেশ করেছে। ট্যাংকের সঙ্গে সঙ্গে অন্যান্য সাঁজোয়া যানও রয়েছে।

আরও পড়ুন:

 

তবে বিবিসি জানিয়েছে, এ ভিডিওটি গাজার কোথায় ধারণ করা হয়েছে; সেটি এখন নিশ্চিত করা যায়নি।

আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, শুক্রবারে ইসরাইলি বাহিনী বেইত লাহিয়া, বেইত হানুন এবং জেইতুর্নে সবচেয়ে বেশি বোমা হামলা চালিয়েছে।

আর এ হামলার তীব্রতা এত বেশি ছিল যে, এর আগে কখনো এমন বোমা হামলা হতে দেখেননি কেউ।

গতকাল রাতের বোমা হামলার পর এখনো সেখানকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার রাতের হামলায় গাজার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফলে নতুন হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কেউ কোনো কিছু বুঝতে পাচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *