বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আতিফ আসলামের কনসার্টে ভক্তরা হঠাৎ টাকা ছুড়লেন।

অনেকেই কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা ঘটায়। আবার ফুল ছুড়ে ভালোবাসা ও জানায়। এ নিয়ে শিল্পীরা বিরক্ত হন অথবা ভালোবাসা জানান।

atif ahsan

তবে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঘটনাটা একটু ভিন্ন রকম।

আতিফ আসলাম যুক্তরাষ্ট্রের মঞ্চে পারফর্ম করছিলেন । একজন ভক্ত তার ওপর বৃষ্টির মতো টাকার বর্ষণ শুরু করেন।

তবে, গায়ক এতে মোটেও রাগ করেনি। বরং যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে ইন্টারনেটে সবার মন জয় করেছেন তিনি।

ওই ভক্ত মঞ্চে টাকা ছিটানো শুরু করলে আতিফ আসলাম তখনি গান বন্ধ করে দেন। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন।

তাকে বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’

আরও পড়ুন:

ফাইজি নামে এক এক্স ব্যবহারকারী সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ে দিওনা, এটা শুধু টাকার অসম্মান।’

ভিডিওটি এরই মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি দেখা হয়েছে।

 

You May Also Like

+ There are no comments

Add yours