নিউজ এশিয়া২৪ ডেস্ক: বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, দেশের অগ্রযাত্রা যেন থেমে না যায়। আমার যতটুকু করার আমি করে যাচ্ছি।
আজ রবিবার (২৯ অক্টোবর) ঢাবিতে এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০ বছর আগে বাংলাদেশ কি ছিল, এখনকার যেসব শিক্ষার্থী যাদের বয়স ২০ বছর তারা উপলব্ধিও করতে পারবে না। আগে ক্ষুধা ও দারিদ্র্য ছিল, জ্ঞান-বিজ্ঞানের কোনো অগ্রগতি ছিল না। ১৯৯৬ সাল থেকে আমরা ডিজিটাল বাংলাদেশ করার পদক্ষেপ নিয়েছিলাম।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দেশকে এগিয়ে নিতে হবে। আজকে বাংলাদেশে আমরা দারিদ্র্য বিমোচন করতে পেরেছি, অর্থনৈতিক অগ্রগতি করতে পেরেছি। যদিও কোভিড আমাদের ও বিশ্বব্যাপী একটি প্রতিবন্ধকতা তৈরি করেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশকে জ্ঞানে-বিজ্ঞানে উন্নত হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়া শিখে গ্রামের মানুষদের ভুলে গেলে চলবে না। তাদের যত উন্নতি হবে, দেশেরও তত উন্নত হবে। মুষ্টিমেয় লোকের উন্নতি নয়, উন্নতি হতে হবে সর্বজনীন। তৃণমূল থেকে এ উন্নয়ন হতে হবে।
আরও পড়ুন:
-
বিএনপির হামলায় পুলিশ সদস্য নিহত; আহত আরও ৪১ পুলিশ সদস্য
-
দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম টানেল দেশ বাংলাদেশ
-
আনসার বাহিনীকে কি গ্রেফতারের অনুমতি; কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ?
শেখ হাসিনা আরও বলেন, আমার বাবা বেশি ভালোবেসেছেন দেশের মানুষকেই। দেশের মানুষের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি দেশের মানুষের প্রতি তার ভালোবাসা দিয়েই তাদের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছিলেন।
তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমাদের শৌর্যবীর্য হারিয়ে গিয়েছিল। বিশ্বে বিজয়ী জাতি হিসেবে যে সম্মান ছিল, সেটাও হারিয়ে গিয়েছিল।
তখন উন্নয়ন পিছিয়ে গিয়েছিল এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হতো।