শিরোনাম
kishoreganj-bnp-police-dead-2-newsasia24

কুলিয়ারচরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ ; নিহত ২

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়নে বিএনপির সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

kishoreganj-bnp-police-dead-2-newsasia24 0

জানা গেছে, সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছয়সূতী ইউনিয়নের আঞ্চলিক সড়কের অবস্থান নেন । পুলিশের বাধা পেয়েও সড়কে মিছিল করা থামাননি তারা। ফলে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশকে মারতে আসে নেতারা। আত্মরক্ষায় পুলিশ গুলি ছুড়লে দু জন মারা যায়।

আরও পড়ুন:

গুলিতে নিহত হয়েছেন ছয়সূতী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ (২২) এবং ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সদস্য বিল্লাল হোসেন (৩০)।

তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার জানান, ওই যুবক কীভাবে নিহত হয়েছেন তা এখনো বলা যাচ্ছে না। পরবর্তীতে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *