জাতীয় পুরস্কার পাচ্ছে আতিয়া আনিসা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এ বছর জাতীয় পুরস্কার পাচ্ছে আতিয়া আনিসা

কণ্ঠশিল্পী আতিয়া আনিসা বলেন, আমি জাতীয় পুরস্কার পেয়েছি এখনও বিশ্বাস হচ্ছে না।

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন গায়িকা আতিয়া আনিসা।

atia anisha

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় এই গায়িকা তার ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে পুরস্কার বিজয়ীদের ঘোষণা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

পুরস্কার প্রাপ্তির ঘোষণায় ঘটনাটি বিশ্বাস করতে পারছেন না বলে জানান আনিসা।

আতিয়া আনিসা, ‘আমি তো এখনও বিশ্বাসই করতে পারছি না যে এতো তাড়াতাড়ি এত বড় রাষ্ট্রীয় সম্মান পাব। এই খবর শোনার পর আমি স্তব্ধ হয়েছিলাম।’

আতিয়া আনিসা আরও বলেন, এটা আমার জন্য অনেক বেশি আনন্দের। আমার বাবা-মা সবাই ভীষণ খুশি।

আরও পড়ুন:

আমি যখন মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলাম সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমার বাবা বলেছিলেন আমি নাকি জাতীয় পর্যায়ে পুরস্কার পাব। আমার বিশ্বাস না হলেও বাবার কথাই অবশেষে সত্যি হলো।

গানটির সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা এবং জুরি বোর্ডের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। সবার কাছে অনেক দোয়া চাই যেন অনেকদূর যেতে পারি।

 

You May Also Like

+ There are no comments

Add yours