নিউজ এশিয়া২৪ ডেস্ক: আদালত লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ আজ দুপুরে চৌধুরী হাসান সারওয়ার্দীকে আদালতে হাজির করেন।
পুলিশ ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
হাসান সারওয়ার্দী গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সঙ্গে করে নিয়ে যান ।
সেখানে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরেফি। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
- সাভারে দূরপাল্লার বাসে পেট্রোল বোমা
- বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
- বিএনপির হামলায় পুলিশ সদস্য নিহত; আহত আরও ৪১ পুলিশ সদস্য
রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফিকে গ্রেপ্তার করে পুলিশ।
গত রবিবার পল্টন থানায় আরেফি, হাসান সারওয়ার্দী ও ইশরাক হোসেনের নামে মামলা করেন মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি ।
+ There are no comments
Add yours