নিউজ এশিয়া ২৪ ডেস্ক: হুমায়রা হিমু। ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। তার মৃত্যু নিয়ে রয়েছে নানা রহস্য।
সেই রহস্য খুজতেই হিমুর কথিত প্রেমিক, যার সাথে সাথে হিমুর বিয়ের কথাবার্তা চলছিল সেই প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে গ্রেফ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (৩ নভেম্বর) তাকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, হিমুর সাথে তার বয়ফ্রেন্ড রাফির বিয়ের কথাবার্তা চলছিল।
তবে বেশ কয়েকদিন যাবৎ হিমুর সঙ্গে রাফির ঝগড়াও হয়েছে।
সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, হাসপাতালে অসুস্থ হিমুকে ফেলে রাফি পালিয়ে যায়।
আরও পড়ুন:
পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হিমুর মৃত্যুর রহস্য রহস্য উদঘাটন করা হবে।
হিমু উত্তরার ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে তার নিজ বাসায় থাকতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পায়।
+ There are no comments
Add yours