নিউজ এশিয়া২৪ ডেস্ক: গত আটদিনে অর্থাৎ ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিএনপির বিরুদ্ধে ৮৯ টি মামলা করা হয়েছে। সেই সাথে ২১৭২ জনকে আটক করা হয়েছে।
আজ রবিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৮৯টি মামলা হয়েছে শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায়। রাজধানীতেই ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে পল্টন থানায়। এ থানায় ১৪টি মামলা হয়েছে। এরপর রমনা তানায় মামলা হয়েছে ছয়টি।
আরও পড়ুন:
-
জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচির ঘোষণা
-
হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর
-
কুলিয়ারচরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ ; নিহত ২
উল্লেখ্য, শনিবার গভীর রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর এবং এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়।