শিরোনাম
khoksha station 2

খোকসায় আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

নাজমুল হাসান: পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও বোনাপোল এক্সপ্রেস আন্তনগর ট্রেন দুটির খোকসা ষ্টেশন থেকে যাত্রী পরিবহনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ রবিবার(৫নভেম্বর) সকালে খোকসা রেল ষ্টেশনের প্লাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল স্থল বন্দর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুইটি পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করে।

এই ট্রেন দুটির আপ ও ডাউনের সময় খোকসা ষ্টেশন থেকে যাত্রী পরিবহনের দাবিতে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তারা দাবি করেন, খুলনা বিভাগের শেষ রেল স্টেশন খোকসা। এটি রেলওয়ের ব্যবসা সফল ষ্টেশন।

এই ষ্টেশনের উপর দিয়ে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপল স্থল বন্দর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুইটি রাজধানী ঢাকায় যাতায়াত করে।

আরও পড়ুন:

কিন্তু খোকসা ষ্টেশনে যাত্রাবিরত ও যাত্রী পরিসেবা নাই। তারা যাত্রী পরিসেবা চালুর দাবি করেন।

খোকসা বাসীর ব্যানারে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুল আলম তসর, সাবেক ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা খোকন খন্দোকার প্রমুখ। এসময় সঞ্চালনা করেন সেলিম খন্দোকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *