নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে ভয়াবহ বাস দূর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন ৪০ জন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে শিকারিকান্দা এলাকায় ।
জানা গেছে, ঢাকা থেকে ফায়াজ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস শেরপুর যাচ্ছিল। পথে ময়মনসিংহের শিকারিকান্দা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে বাসটি।
এসময় বাসটি রাস্তার পাশে থাকা একটি বিলবোর্ডে ধাক্কা দেয়। ফলে বিলবোর্ডটি ভেঙে বাসটির উপরে পরে। ঘটনাস্থলেই বাসটির চালকসহ ৫ জন মারা যান।
আরও পড়ুন:
-
ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ; নিহত ১৩, আহত ৪০
-
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টিয়ে নিহত ১, আহত ১৪
-
সুনামগঞ্জে বাসচাপায় নিহত ২, আহত ৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে জানা গেছে, হাসপাতালে এই পর্যন্ত ৪০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন।
বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।