নিউজ এশিয়া২৪ ডেস্ক: দিল্লির পর বায়ুদূষণে নাকাল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ।
ভারতের দিল্লির মতো এবার বায়ুদূষণের কবলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ।
এমন পরিস্থিতিতে পাঞ্জাবে চার দিনের ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
পাঞ্জাবের প্রধান নির্বাহী জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ছুটি পালন শুরু হবে। এতে দূষণের পরিমাণ কমতে পারে।
এয়ার কোয়াটি ইনডেক্সর তালিকায় সবথেকে বেশি স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাঞ্জাবের রাজধানী লাহর।
আরও পড়ুন:
- বিমানবন্দরে চার বছর বয়সী এক শিশুকে জিম্মি
- খেলা আর না হলে জিতবে পাকিস্তান
- নেপালে ভয়াবহ ভূমিকম্প; নিহত ১২৮
অতিরিক্ত দূষণের কারণে সেখানের স্কোর ৩৭৭। অন্যদিকে ৩৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
প্রতিবছরই দীপাবলির সময় দূষণে ঢাকে দিল্লি। নভেম্বর মাস পড়তে না পড়তেই দূষণ শরু হয়।