সরকার শিক্ষার সব পর্যায়ে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নতুন কারিকুলামে খেলাধুলাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, সরকার শিক্ষার সব পর্যায়ে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে।

shikha montri

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকারিভাবে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

নতুন কারিকুলামে খেলাধুলাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানুষ বিকাশ হয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রীড়ায় উৎসাহিত করার জন্য প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

পঞ্চম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাসিক এক হাজার টাকা করে বছরে ১২ হাজার টাকা এবং একাদশ শ্রেণী হতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক দুই হাজার টাকাকরে বছরে ২৪ হাজার টাকা, এক হাজার ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে সর্বমোট এক কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ক্রীড়াবিদরা দেশের জন্য খেলেন। তারা জীবনের খুব সীমিত সময়ই এই খেলাধুলায় নিয়োজিত থাকেন।

আরও পড়ুন:

অনেক সময় দেখা যায় তারা যখন খেলা থেকে অবসর নেন বা তারা যখন অসুস্থ হয়ে যান তখন তারা খুব খারাপ সময় কাটান।

সরকার তাদের পাশে থাকার উদ্যোগ নিয়েছে। তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

You May Also Like

+ There are no comments

Add yours