মারুফ সরকার: মেট্রোরেলে উদ্বোধনের মহেন্দ্রক্ষণ উপভোগ এবং সুধী সমাবেশ আরও সাফল্যমণ্ডিত করতে নেতাকর্মীর বহর নিয়ে ঢাকায় এসেছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম সরকার।
কুমিল্লা থেকে দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকায় আসেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকার সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসার পাশাপাশি ঢাকার পরিবহন সেক্টরে ও আমূল পরিবর্তন এনে দিয়েছে।
আজ (৭নভেম্বর) আগারগাঁ থেকে মতিঝিল অংশের উদ্বোধনের মাধ্যমে ঢাকার বড় একটি অংশের নাগরিকরা মেট্রোরেলের সুবিধার আওতায় আসবে।
এই উদ্বোধনের দিন আমাদের জন্য একটি উৎসবের উপলক্ষ। এই উপলক্ষকে আরও রাঙিয়ে দিতে আমরা এখানে হাজির হয়েছি।
ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন:
- বিএনপি নেতারা ‘কাপুরুষ’
- বিএনপি একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে
- অবরোধ কর্মসূচির ৩০ ঘণ্টায় ১৮ গাড়িতে আগুন
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার ক্রীড়া সম্পাদক, আবাহনী ক্রীড়া চক্রে সাধারণ সম্পাদক এবং ১৯৮৫ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এ ছাড়া ২৭ র্বছর ধরে তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।