অবরোধের প্রথম চিত্র; গাড়ী থাকলেও যাত্রী নেই

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জামায়াতের ডাকা অবরোধের আজ প্রধম দিন। ৪৮ ঘন্টার অবরোধের বাতাস সর্বব্যাপি লাগতে শুরু করছে।

ঢাকার বিভিন্ন এলাকার ঘুরে দেখা গেছে, সকাল থেকে লোকাস বাস, সিএনজি, রাইড শেয়ারিং মোটর সাইকেল স্বাভাবিকভবে চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম।

তবে, ছাড়ছে না দূর পাল্লার বাস। পরিবহন সংশ্লিষ্ট থেকে জানা গেছে, সড়কে গাড়ি থাকলে যাত্রী না থাকার কারনে দূর পাল্লার গাড়ি বন্ধ রয়েছে। তবে, এখন পর্যন্ত দু একটিা পরিবহন দেশের বিভিন্ন অঞ্চলে যেতে দেখা গেছে।

selfi-bus-oborodh-newsasia24

বাসের এক চালক নিউজ এশিয়া২৪ কে জানান, “রাস্তায় ঝুঁকি থাকলেও পেটের দায়ে বের হয়েছি। কোন যাত্রী নাই। বাস কখন ভরবে আর কখন ছাড়বে আল্লাহ’ই জানে। মানুষতো ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। কিন্তু আমাদের তো বউ পোলাপান আছে। আমাদের তো ঘরে বসে থাকলে চলবে না।”

গুলিস্তানে এক যাত্রী নিউজ এশিয়া২৪কে বলেন, আজ দেরি করে বের হয়েছি, ভেবেছিলাম আজ আর গাড়ি পাবো না। কিন্তু বের হয়ে দেখি গাড়ির অভাব নাই।

আরও পড়ুন: 

সকাল ৯টার দিকে টিকাটুলিতে সালাউদ্দিন হাসপাতালের সামনে, গাড়ির যানজট দেখা গেছে।

তবে গাড়ির সংখ্যা থাকলেও যাত্রীর সংখ্যা খুবই কম।

bus-terminal-oborodh-newsasia24

একজন বাস শ্রমিক নিউজ এশিয়া২৪ কে জানিয়েছেন, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও সিলেট দু-একটি বাস চললেও মালিকরা ভরে বাস নামাতে চাচ্ছেন না। অপরদিকে যাত্রীও নেই। তাই সায়েদাবাদ থেকে বাস চলাচল প্রায়ই বন্ধ।

You May Also Like

+ There are no comments

Add yours