শিরোনাম
gazipur-cavard-van-fire-newsasia24

অবরোধের শুরুতেই কাভার্ডভ্যানে আগুন!

নিজস্ব প্রতিবেদক: অবরোধের শুরুতেই কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের আজ প্রধম দিন।

আগন লাগার ঘটনাটি ঘটেছে বুধবার (৮ নভেম্বর) গাজিপুরের ঢাকা বাইপাস সড়কে নাগরীর গলান এলাকায়।

জানা গেছে, ফ্রেশ কোম্পানির একটি পণ্য পরিবহন করে ঢাকা বাইপাস সড়ক হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে গলান এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা  গাড়িটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

gazipur-cavard-van-fire-newsasia24

আরও পড়ুন: 

পরে, খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে । এ ঘটনায় কাভার্ডভ্যানে থাকা মিস্ত্রী এবং চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *