নিউজ এশিয়া২৪ ডেস্ক: টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ভক্ত-অনুরাগীদের রীতিমতো চমকে দিয়েছেন।
এবার তিনি উড়ে দেখিয়েছিন তার দর্শকদের।
মিমি প্লেন থেকে ঝাঁপ দিয়েছেন! সেই পোস্ট দেখে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।
এমন দুঃসাহসিক কাজ করেছেন কোথায় এ নায়িকা-তাও সবিস্তারে জানালেন তিনি।
পূজায় মুক্তি পেয়েছে তার সিনেমা ‘রক্তবীজ’।
সিনেমাটি দিয়ে দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন তিনি। বক্স অফিসেও তার প্রভাব পড়েছে।
মিমি পূজা কাটিয়েছেন কলকাতায়। কিন্তু তারপরেই তিনি ছুটি কাটাতে দুবাই ভ্রমণে গিয়েছেন।
ফ্রী হলেই ঘুরতে যেতে পছন্দ করেন এই অভিনেত্রী। বিগত কয়েকদিন দুবাইয়ে ছুটি কাটানোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পোস্ট করেছেন।
কিছু ভিডিও দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন মিমি। এবার মিমি তার নিজের এক সুপ্ত ইচ্ছে পূরণ করলেন। আসলে দুবাইয়ে স্কাই ডাইভিং করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন:
- ছেলের ভিডিও বার্তায় মিঠুনের চোখে জল
- হুমায়রা হিমু জুয়ায় আসক্ত ছিলেন: র্যাব (ভিডিও)
- জাতীয় পুরস্কার পাচ্ছে আতিয়া আনিসা
অর্থাৎ প্লেন থেকে ঝাঁপ দিয়েছেন মিমি। সেই দৃশ্য তিনি ভাগ করেছেন সবার সঙ্গে। এমন ছবি পোস্ট করে মিমি লিখেছেন, ‘অনেক দিনের এক ইচ্ছা পূরণ হলো।
গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার প্রথম হিন্দি সিনেমা ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এটিও দর্শকরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন
+ There are no comments
Add yours